Advertisement

Dilip Ghosh: 'পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে...বাঙালির ইমেজ কারা খারাপ করেছে?'মন্তব্য দিলীপ ঘোষের

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল এর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বাঙালি মদ, সিগারেট খায় আর আঁতলামো করে। এপ্রসঙ্গে বলেন দিলীপ ঘোষ বলেন, বাঙালি সম্পর্কে অনেকে অনেক কিছু বলে আগেও বলেছে। আমার মনে হয় বাঙালিরা আমরাও দায়ি আছি। বাইরের লোক বলে দিলে সেন্টিমেন্টে লাগে। বাংলায় যে রাজনীতি চলছে যে দুর্নীতি চলছে এরপরেও বাঙালি যে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে কেউ বলবে। মদ কারা খায় না, বাঙালি কি খায় না? সন্ধ্যার পর পাড়ায় পাড়ায় পার্টি অফিসে মদের ফোয়ারা চলছে। বাইরের লোক বললে যদি কষ্ট হয় তাহলে বন্ধ করুন। ইমেজ খারাপ কে করেছে আজকে?

Advertisement
POST A COMMENT