Advertisement

Dev Slams Hiran: ‘BJP-র MLA থাকা সত্ত্বেও অভিষেকের অফিসে কেন ? হিরণকে নিশানা দেবের

এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরনকে নিয়ে মুখ খুললেন দেব। বৃহস্পতিবার খড়গপুর ২ নম্বর ব্লকের মাদপুরে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল প্রার্থী দেব বলেন, “চোরের মায়ের বড় গলা। বিজেপির কাউন্সিলর, এমএলএ থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তার দল ও ভোটারদের বিশ্বাস বিক্রি করতে চলে গিয়েছিল। আমি আবারও বলছি, আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয় কিন্তু। বলতে চাইলে আমিও অনেক কিছু বলতে পারি।” পাশাপাশি তিনি আরও বলেন, হিরনবাবু আপনাকে ঘাটালে জিততে হলে ভালোবাসা নিয়ে ঢুকতে হবে, সন্ত্রাসের রাজনীতি, চুরি, ইডি-সিবিআই নিয়ে ঢুকতে গেলে গো হারা হারবেন।”

Advertisement
POST A COMMENT