Advertisement

Hiran vs Dev: 'হাতে রক্ত মেখে রাজনীতি করছে দেব...মমতার শিষ্য তো', খড়গপুরে নিহতের বাড়িতে গিয়ে মন্তব্য হিরণের

খড়গপুরে বাড়বাশীর মৃত বিজেপি কর্মী শান্তনু ঘোড়ইয়ের বাড়িতে গেলেন হিরণ চট্টোপাধ্যায়। আর সেখান থেকেই ঘাটালের তৃণমূল প্রার্থী-সাংসদ দেবকে সরাসরি আক্রমণ হানলেন হিরণ। পদত্যাগের দাবি তুলে হিরণ বললেন, 'ওনাকে তো ফিল্ম জগতের সবাই সাপোর্ট করেন। মমতা ডাকলেই সবাই চলে যান। একবার গ্রাম বাংলায় এসে দেখুন কী অবস্থা। দেখছেন কি হচ্ছে?' হিরণ বলেন, 'দীপক অধিকারীর হাতে রক্ত। চিনুন আপনাদের ফিল্মস্টারকে। দেখুন কীভাবে বোমা-গুলি-খুনের রাজনীতি করেন।'

Advertisement
POST A COMMENT