Advertisement

Dilip Ghosh On Locket Chatterjee: হুগলিতে লকেট আর রচনার মধ্যে কে এগিয়ে? সোজাসুজি বললেন দিলীপ

লোকসভা নির্বাচনে হুগলিতে দুই দিদির 'দিদির নম্বর ওয়ান' হওয়ার লড়াই। তবে রাজনীতির দিক থেকে লকেটকেই এগিয়ে রাখলেন দিলীপ। এদিন দিলীপ ঘোষ বলেন, “রচনা শিল্পের কি বোঝেন ? সিনেমা করেন। সিনেমা শিল্প টাই দেখুন। লকেটের সঙ্গে রচনার তুলনা হয়না। লকেট সাফল্যের সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছে। তাই লকেট অনেক এগিয়ে আছে। বাকিটা ওখানকার মানুষ ঠিক করবে।”

Advertisement
POST A COMMENT