Advertisement

Saira Shah Halim: অভিষেকের বাড়ির সামনে প্রচারে CPIM প্রার্থী সায়রা হালিম, পুলিশের সঙ্গে বচসা

কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। বৃহস্পতিবার সকালে হরিশ মুখার্জি রোডে তিনি প্রচারে বেরিয়েছিলেন। সেখানেই পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হন বলে অভিযোগ। দেখা যায়, সায়রাকে পুলিশ ঢুকতে দিচ্ছে না। তিনি হাতজোড় করে অনুরোধ করেন প্রচারে বাধা না দেওয়ার জন্য। তিনি জানান, তিনি কাউকে কোনওভাবে বিরক্ত করছেন না। তাঁর অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে প্রচার করার। পুলিশ তাঁকে বাধা দিতে পারে না। কিন্তু পুলিশকে নিজেদের অবস্থানে অনড় থাকতে দেখা যায়। সেখানে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় সিপিএম কর্মীদের।

Advertisement
POST A COMMENT