Advertisement

Agnimitra Paul: 'কোনও মাইকা লাল নেই CAA-কে আটকায়', এগরায় বলেন অগ্নিমিত্রা

কোনও মাইকা লাল নেই CAA-কে আটকায়। নির্বাচনী প্রচারে এসে এগরায় বললেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন "কোন মাইকা লাল নেই যে সি একে আটকায়"। মতুয়া ভাই বোনের জন্য এই আইন তৈরি করা হয়েছে। এত মিথ্যা কথা কেন বলছেন মুখ্যমন্ত্রী। এত পাপ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, পাপের ঘরা পূর্ণ হয়ে এসেছে আপনার, এভাবেই মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন অগ্নিমিত্র পাল।

Advertisement
POST A COMMENT