Advertisement

BJP Candidate Rathin Chakraborty: নাম ঘোষণার পরদিনই প্রচার শুরু হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ রথীন চক্রবর্তীর

শনিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এরপরই আজ দেখা যায় হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তীকে জন সংযোগ করতে। এদিন সকালে মধ্য হাওড়ার বিভিন্ন মন্দিরে পুজো দেন তিনি। দলীয় পতাকা নিয়ে শতাধিক কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরে। সঙ্গে ছিলেন হাওড়া সদর বিজেপি সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য, রাজ্য বিজেপি নেতা উমেশ রায়, মনোজ পাণ্ডে সহ অন্যান্য নেতৃত্ব। এই নির্বাচনে জেতার বিষয় তিনি একশো শতাংশ আশাবাদী।

Advertisement
POST A COMMENT