scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: 'শুভেন্দু পুরুষ বলে...' 'বাপ' মন্তব্যে নরমে-গরমে দিলীপ, কী বললেন? দেখুন

Dilip Ghosh: 'শুভেন্দু পুরুষ বলে...' 'বাপ' মন্তব্যে নরমে-গরমে দিলীপ, কী বললেন? দেখুন

ভোট প্রচারে নেমে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। দল তাঁকে শোকজ করেছে। নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণের প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ প্রশ্ন ছুড়েছেন, “কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীরই পার্টির এক নেতা, তাঁরই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার দলের বিধায়কের বাবার নামে এর চেয়েও খারাপ ভাষা প্রয়োগ করেছেন। গালাগাল দিয়েছেন। যিনি একজন বরিষ্ঠ নেতা। তাঁর কোনও মানসম্মান নেই? যাঁদের সুবিধা এরা নিয়েছে তাঁকে নিয়ে যা নয় তাই বলছে। তাঁদের কোনও মান-সম্মান নেই? তখন কেন তাঁদের দলের পক্ষ থেকে কোনও স্টেটমেন্ট দেওয়া হয় না?” দিলীপ এও বলেছেন, “আমি রাজনৈতিক বক্তব্য রেখেছি। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সন্মান নেই? কেন মহিলা বলে তাঁর সম্মান নিয়ে প্রশ্ন উঠবে? দলকে চিঠির অফিসিয়াল উত্তর আমি দেব।”

Advertisement