Advertisement

Mithun Chakraborty Road Show: অগ্নিমিত্রার সমর্থনে মিঠুনের রোড শো-তে বিশৃঙ্খলা, TMC-র সঙ্গে BJP-র বচসা-ইটবৃষ্টি

আগামী ২৫ মে ষষ্ঠ দফার নির্বাচনে মেদিনীপুর লোকসভার। মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করছিলেন মিঠুন চক্রবর্তী। মেদিনীপুর কালেক্টরেট থেকে কেরানিতোলা হয়ে কলেজ মাঠে গিয়ে শেষ হয় রোড শো। কেরানিতলা ঢোকার আগে হঠাৎই ১০-১২ জন তৃণমূল সমর্থক মিঠুনের বিরুদ্ধে কিছু ব্যানার-পোস্টার দেখাতে থাকে। এরপরই বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ রোড শোতে ইট-জলের বোতল ছুড়তে থাকে তৃণমূল কর্মীরা। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীরা তেড়ে গেলে রণে ভঙ্গ দেয় তারা।

Advertisement
POST A COMMENT