Advertisement

Rachna Banerjee Exclusive: 'লকেট আরও বড় হবে', জয়ের নেপথ্যে স্বামীর বড় ভূমিকা, রচনা যা বললেন...

একসময় রুপোলি পর্দা রাজ করেছিলেন। এখন কাঁপাচ্ছেন টেলিভিশন। এবার সেই তিনিই যাচ্ছেন সোজা সংসদে। অভিনেত্রীর পাশাপাশি তাঁর নামের সঙ্গে জুড়ছে 'সাংসদ' তকমা। তিনি হুগলির নতুন 'দিদি' রচনা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি 'দিদি নং ১' হিসাবে জনপ্রিয়তার শিখরে রয়েছে। একদা সহ-অভিনেত্রী তথা 'বন্ধু' লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে এবার হুগলিতে বাজিমাত করেছেন রচনা। ৭৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতে সংসদে যাচ্ছেন একদা টলিপাড়ার সুপারহিট নায়িকা। জয়ের পরের দিন সাতসকালে ফোনের ওপারে খোশমেজাজে bangla.aajtak.in-এর সঙ্গে ফোনে আড্ডা দিলেন হবু সাংসদ।

Exclusive Interview Of TMC Candidate Rachna Banerjee

Advertisement
POST A COMMENT