Advertisement

EXCLUSIVE: কেষ্ট-হীন বীরভূমে কীভাবে বাজিমাত? বললেন শতাব্দী

বীরভূম মানেই অনুব্রত মণ্ডলের গড়। তবে এই প্রথমবার তৃণমূলের অন্যতম 'বিশ্বস্ত সৈনিক'কে ছাড়াই ভোটের লড়াইয়ে শামিল হয়েছিল বীরভূম। গরু পাচার মামলায় এখন দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত। কেষ্টহীন বীরভূমে এবার তৃণমূলের লড়াই কার্যত চ্যালেঞ্জের ছিল। বিশেষ করে, গত ৩ বারের সাংসদ শতাব্দীর কাছে বীরভূম আসন ধরে রাখাও অগ্নিপরীক্ষার মতো ছিল। মঙ্গলবার বিকেলে লোকসভা নির্বাচনের ট্রেন্ড বলছে, সেই পরীক্ষায় আবারও সফল ভাবে পাশ করলেন তৃণমূলের তারকা সাংসদ। এই নিয়ে bangla.aajtak.in-এ উচ্ছ্বসিত শতাব্দী। বললেন, 'দারুণ, দারুণ।' কথা বললেন অনুব্রতকে নিয়েও।

Advertisement
POST A COMMENT