scorecardresearch
 
Advertisement

Tapas Roy: 'এত অপমান, এত উপেক্ষা, অবহেলা...' জমাট বাঁধা ক্ষোভ যখন উগরে দিলেন তাপস, দেখুন

Tapas Roy: 'এত অপমান, এত উপেক্ষা, অবহেলা...' জমাট বাঁধা ক্ষোভ যখন উগরে দিলেন তাপস, দেখুন

দল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা ও বরানগরের বিধায়ক তাপস রায়। আজ তিনি জানান, ইডি অভিযানের পর থেকে তাঁর কথা বলেনি দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও এনিয়ে কোনও কথা তাঁর সঙ্গে বলেননি। রবিবার রাত থেকেই তাপস রায়কে নিয়েও তৈরি হয় নতুন জল্পনা। বরানগরের বিধায়ক তাপস রায়কে নিয়ে ক্রমেই বাড়ছে গুঞ্জন। সোমবার সকালে তাপস রায়ের বাড়িতে হাজির হন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। ঘণ্টা দুয়েকের বেশি তাঁরা ছিলেন। তাপসের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে কুণাল ঘোষ বলেন, 'দলের কর্মী হিসেবে নেতাকে অনুরোধ করেছি দলে থাকার জন্য। দাদা ও ভাই হিসেবে কথা বলেছি। যদি কোনও সিদ্ধান্ত নেওয়ার থাকে, সেটা তিনিই জানাবেন।' পরে সাংবাদিক বৈঠকে তাপস একরাশ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ইডি অভিযান চালিয়েছিল। সেই থেকে তাঁর সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব কোনও যোগাযোগ করেননি। তাপস বলেন, ' এত দুর্নীতি, তারপর সন্দেশখালি, ঘরে বাইরে আপমান ও উপেক্ষা। সে সব আমাকে তাড়না দিয়েছে।'

Advertisement