Advertisement

Dilip Ghosh: 'ষষ্ঠ দফায় সবকটা আসনেই জিতবে বিজেপি', ভোট দিয়ে দাবি দিলীপের

মেদিনীপুরের ভোট দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীাপ ঘোষ। হিরণ ও অগ্নিমিত্রার কনভয় আটকানো প্রসঙ্গে তিনি বলেন, "প্রার্থীকে আটকে ভোট আটকানো যায় না। বর্ধমানে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু, ভোট আটকাতে পারেনি! তৃণমূল হতাশ হয়ে আমাদের ক্যান্ডিডেট কে আটকানোর চেষ্টা করছে। এই দফার ৮টি আসনের আটটিই আমরা জিতব।" খড়্গপুর শহরের সেরসা স্টেডিয়ামের ২৬৩ নং বুথে ভোট দিয়ে ঠিক এমনটাই জানালেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ।

Advertisement
POST A COMMENT