Advertisement

Lok Sabha Election 2024: অগ্নিমিত্রার কনভয় আটকাল পুলিশ, 'গা জ্বলুনি হচ্ছে মমতার পুলিশের' ক্ষোভ বিজেপি প্রার্থীর

লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কনভয় আটকায়। ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করে বলেন, 'গা জ্বলুনি হচ্ছে মমতার পুলিশের'। তিনি বলেন, বুথে বুথে ঘুরছি সাংবাদিকরা সঙ্গে আছেন। সেটা সহ্য হচ্ছে না।

Advertisement
POST A COMMENT