scorecardresearch
 

Sagardighi Bypoll Result LIVE Updates: সাগরদিঘিতে জয়োল্লাস শুরু, বিধানসভা পাচ্ছে প্রথম কংগ্রেস MLA?

by-poll election result 2023 Sagardighi: তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা মারা যাওয়ায় উপনির্বাচন হচ্ছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। বাম-কংগ্রেস জোট করে নির্বাচনে লড়াই করায় এ বার এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সাগরদিঘি বিধানসভা কাদের দখলে? সব খবরের লাইভ আপডেট।

Advertisement
বায়রন বিশ্বাস বায়রন বিশ্বাস

ভোট গণনা চলছে সাগরদিঘি উপনির্বাচনেরও (Sagardighi Byelection Result)। উপনির্বাচন হলেও সাগরদিঘির (Sagardighi Result) রেজাল্ট রাজ্য রাজনীতিতে তাত্‍পর্যপূর্ণ। তৃণমূলের তিন বারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা মারা যাওয়ায় উপনির্বাচন হচ্ছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। বাম-কংগ্রেস জোট করে নির্বাচনে লড়াই করায় এ বার এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সাগরদিঘি বিধানসভা কাদের দখলে? সব খবরের লাইভ আপডেট।

১৮ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস

সাগরদিঘিতে ১১ রাউন্ড শেষেও অনেকটা এগিয়ে কংগ্রেসপ্রার্থী বায়রন বিশ্বাস। যোজন পিছিয়ে তৃণমূল কংগ্রেস।

অষ্টম রাউন্ড গণনা শেষে

অষ্টম রাউন্ড গণনা শেষে সাগরদিঘিতে ১ হাজার ১২৯ ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। 

সপ্তম রাউন্ড শেষেও এগিয়ে কংগ্রেস

সপ্তম রাউন্ডের শেষে আট হাজার ভোটে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। 

পঞ্চম রাউন্ড শেষেও এগিয়ে কংগ্রেস

পঞ্চম রাউন্ড গণনা শেষেও এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।

চতুর্থ রাউন্ডেও এগিয়ে বায়রন

চতুর্থ রাউন্ডের গণনা শেষ। এবারও এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।

তৃতীয় রাউন্ডেও এগিয়ে কংগ্রেস প্রার্থী

বাম সমর্থিত কংগ্রেসপ্রার্থী বায়রন বিশ্বাস তৃতীয় রাউন্ডে এগিয়ে সাগরদিঘিতে। ১৯৫৯ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী। 

সাগরদিঘিতে পিছিয়ে তৃণমূল

সাগরদিঘিতে অনেকটাই পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়

দ্বিতীয় রাউন্ডেও এগিয়ে কংগ্রেস

দ্বিতীয় রাউন্ডের শেষেও সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেসপ্রার্থী বায়রন বিশ্বাস এগিয়ে রয়েছেন।

মহিলা ভোট ফ্যাক্টর হতে পারে সাগরদিঘিতে

সাগরদিঘিতে মোট ভোটার প্রায় আড়াই লক্ষ। সোমবার ১ লক্ষ ৮৫ হাজার ১২টি ভোট পড়েছে। যার মধ্যে মহিলা ভোট ৯৯ হাজার ৪৫৮ এবং পুরুষ ভোট ৮৫ হাজার ৫৫৪। এই বিপুল মহিলা ভোট নির্বাচনে ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি।

Advertisement

এখনও সাগরদিঘিতে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী

প্রথম রাউন্ড শেষে ৫১৫+ ১টি ব্যালট ভোটে অর্থাৎ ৫১৬ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস

এগিয়ে কংগ্রেস 

সাগরদিঘিতে প্রথম রাউন্ড গণনায় ৫২১ ভোটে এগিয়ে কংগ্রেসের প্রার্থী বাইরণ বিশ্বাস।

পোস্টাল ব্যালট গণনা

সাগরদিঘিতে চলছে পোস্টাল ব্যালট গণনা। একটু পরেই খোলা হবে ইভিএম।

'এবারও বিজেপির ২ নম্বরেই থাকার সম্ভাবনা,' বলছেন দিলীপ ঘোষ

'২ নম্বরে ছিলাম, এবারও ২ নম্বরেই থাকার সম্ভাবনা বিজেপির', সাগরদিঘিতে ফল বেরোনোর আগেই বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

এজেন্ট ঢুকতে না-দেওয়ার অভিযোগ

SDPI-এর ২২ জন এজেন্টকে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে এজেন্টের অভিযোগ। তাঁদের বক্তব্য কাউন্টিং হলের ভেতরে জায়গা না থাকায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কাউন্টিং হলে প্রবেশ করতে দেওয়া হয়নি

সাগরদিঘিতে চলছে উপনির্বাচনের ভোট গণনা

সাগরদিঘি উপনির্বাচনের ভোটগণনা চলছে। তৃণমূলের বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর পরে ওই বিধানসভা আসনটি খালি হয়।

Advertisement