Advertisement

Rachana Banerjee: রচনা ব্যানার্জি স্টাইলে বললেন, 'আমি 42টি আসনেই জয়ী হব'দেখুন একবার

ভোটের লড়াই আর তার প্রচার চলছে জোড়কদমে। এবার সেই ভোটের ময়দানে হুগলিতে মুখোমুখি দুই অভিনেত্রী। একদিকে bjp-র লকেট চ্যাটার্জি আর অন্যদিকে tmc-র রচনা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রের মোদি সরকার এবং খোদ তার প্রতিদ্বন্দ্বী এবং একসময় সহকর্মী লকেট চ্যাটার্জিকে বিধলেন হুগলি লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে দুর্নীতি গুরুতর অভিযোগ তুলছেন তার জানা উচিত যে অন্যদের দিকে আঙ্গুল তোলার সময় একটা আঙ্গুল ওনার দিকে উঠবে। উনি বিগত পাঁচ বছরে হুগলি লোকসভা কেন্দ্রের মানুষের কি পরিষেবা দিয়েছেন তা এখানকার মানুষ জানতে চায়। উনি যে কথা বলছেন যে 17 কোটি টাকা। তিনি সাংসদ তহবিল থেকে এই লোকসভা কেন্দ্রে খরচ করেছেন তার পুরো ডিটেলস সাধারণ মানুষকে দিতে হবে।

Rachana Banerjee at Loksabha Election Campaign

Advertisement