scorecardresearch
 
Advertisement

Yusuf Pathan: TMC-র 'বহিরাগত' ইউসুফ-'বাঙ্গাল, কলকাত্তা আর বেহারামপুরের জন্য কাজ করব'

Yusuf Pathan: TMC-র 'বহিরাগত' ইউসুফ-'বাঙ্গাল, কলকাত্তা আর বেহারামপুরের জন্য কাজ করব'

21 বছর ক্রিকেট খেলেছেন। রাজ্য ও দেশের সেবার করেছেন। এখন তাঁর তাঁর কর্মভূমি বাংলা ও কলকাতা। এখানকার মানুষের জন্য বহরমপুরের মানুষের জন্য অনেক কাজ করতে হবে। আরও বহু যে প্রকল্পগুলো রয়েছে তা বাস্তবায়িত করতে হবে। এখানকার যুবক ও ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করতে হবে। মঙ্গলবার, ২৬ মার্চ মুর্শিদাবাদের বেলডাঙা পৌরসভার অনুষ্ঠানে এই বার্তাই দিলেন বহরমপুরে লোকসভা আসনের TMC প্রার্থী ইউসুফ পাঠান। বেলডাঙা পৌরসভার অনুষ্ঠান বাড়িতে মহিলাদের নিয়ে মহিলা সভানেত্রী ফিরদৌসি খাতুনের নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়।

TMC Candidate Yusuf Pathan On Loksabha Election Campaign

Advertisement