scorecardresearch
 

Tripura election result 2023:ক্ষমতায় কী BJP ফিরবে, নাকি বাম-কংগ্রেস জোটে ভরসা রাখবে মানুষ

Tripura election result 2023:ক্ষমতায় কী BJP ফিরবে, নাকি বাম-কংগ্রেস জোটে ভরসা রাখবে মানুষ

ত্রিপুরায় নির্বাচনের পর থেকে নানা অশান্তির খবর পাওয়া যাচ্ছে। চাপা উত্তেজনা রয়েছে রাজ্য জুড়ে। এর মাঝে বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে শোনা যাচ্ছে নানা খবর। ক্ষমতায় কী BJP ফিরবে, নাকি বাম-কংগ্রেস জোটে ভরসা রাখবে মানুষ। অথবা এবার TMC কি সত্যিই খাতা খুলতে পারবে। প্রশ্ন গুলো ঘুরপাক খাচ্ছে। তার মাঝেই নকল এক্সিট পোল নাকি ছড়িয়ে পড়েছে। যদিও সেই এক্সিট পোল নিয়ে আপাতত কোনও মাথাব্যাথা নেই রাজনৈতিক দলগুলোর। সমীক্ষা বলছে তিপ্রা মোথাকে 10-11 টি আসন দিয়ে বাম কংগ্রেস জোট নিরঙ্কুশ হয়ে ক্ষমতায় আসতে পারে। নির্বাচনী প্রচারেও কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল, ত্রিপুরাবাসী তাঁদের উপরই ভরসা রাখছে। যদিও BJP এখনও দাবি করে আসছে, যে ক্ষমতায় তারাই ফিরবে। কিন্তু আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজনের অভিযোগ, গত পাঁচ বছরে BJP-র সরকার কোনও উন্নয়ন করতে পারেনি। মনে রাখতে হবে, এই আদিবাসী ভোট কিন্তু ত্রিপুরা নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। কার পাল্লা ভারি, তার উত্তর মিলবে 2 মার্চ। ফল গণনা যাতে শান্তিপূর্ণ ভাবে হয়, তার দিকে নজর রাখছে নির্বাচন কমিশন। এই নিয়ে বৈঠক করে যাবতীয় নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে।

Tripura election result 2023, counting date