প্রায় বছরখানেক পর কোচবিহার সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের সফরে সোমবার প্রশাসনিক বৈঠক করলেন মমতা। মঙ্গলবার রাসমেলা ময়দানে জনসভা করবেন তিনি। এদিন রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক থেকেরাজ্য পুলিশের কর্তাদের সতর্ক করলেন মমতা।
BJP-তে যোগদান এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। বড় ইঙ্গিত দিলেন রাজন্যা হালদার। সেক্ষেত্রে ছাব্বিশের নির্বাচনে কোন কেন্দ্র থেকে ভোটে লড়তে চলেছেন? bangla.aajtak.in-কে জানালেন তৃণমূল থেকে বহিষ্কৃত ছাত্রনেত্রী। যদিও BJP-র পক্ষ থেকে এখনও পর্যন্ত এই মর্মে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বাবরি মসজিদের শিলান্যাসের পরেই আসাউদ্দিন ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোট গড়ার দাবি করেছেন হুমায়ুন। এরপর থেকেই শুরু হয়েছে জোর চর্চা। যদি সত্যিই মুর্শিদাবাদে AIMIM-এর সঙ্গে জোট গড়ে হুমায়ুন ভোটের ময়দানে নামেন, তবে তা কি ভোট কাটতে পারে তৃণমূলের?
২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোচবিহার দেখিয়ে দিয়েছে,খেলা ঘুরে গিয়েছে। যার নির্যাস, একদা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের হার। তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার জয়। যদিও মার্জিন খুব কম। ভোট শতাংশের নিরিখে দেখা যাচ্ছে, তৃণমূল পেয়েছে ৪৮.৫৭ শতাংশ ভোট ও বিজেপি পেয়েছে ৪৬.১৬ শতাংশ ভোট।
মুর্শিদাবাদের জনসভা থেকে নাম না করেই কাকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? গদ্দার, কুলাঙ্গার, পচা শামুক কাকে বলতে চাইলেন তিনি। বৃহস্পতিবার সকালেই হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। যদিও তাঁর নাম উচ্চারণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁকেই যে নিশানা করা হয়েছে, অনুমান রাজনৈতিক মহলের।
একদিকে, বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মসজিদ গড়তে উদ্যোগী বিক্ষুব্ধ সেই হুমায়ুন কবীরকেই আমন্ত্রণ জানানো হয়েছে মমতার সভাতে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারীও। এই মুর্শিদাবাদেই বৃহস্পতিবার সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একদিকে মালদার ইংরেজবাজারে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। সেই মালদারই গাজোলে এবার জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। SIR আবহে একবার মিলিয়ে নেওয়া যাক মালদার রাজনৈতিক সমীকরণ...
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীনই বাংলার BJP সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কী পেপ টক দিলেন নরেন্দ্র মোদী?
ডিসেম্বর থেকে যে সফর শুরু করবেন শাহ, তা চলবে একেবারে নির্বাচনী বিধি লাগু হওয়া পর্যন্ত। অর্থাত্ পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্যেই বারবার সফর করবেন তিনি। সেই সফরের শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ৪ রাজ্যের ভোটে পশ্চিমবঙ্গকেই যে বিজেপি একেবারে পয়লা নম্বরে রাখছে, তারই প্রমাণ অমিত শাহের ডিসেম্বরের সফর।
SIR-এ মৃত BLO-দের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১৪ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন।
শুনানিপর্বে সব তথ্য যাচাই করে ফাইনাল লিস্ট তৈরি করার প্রক্রিয়ার ব্যবস্থা আগে থেকেই স্থির ছিল। কিন্তু, এবার তারও আগে ভুল সংশোধন করার সুযোগ পাবে বিএলও ও ইআরও-রা।