বিজেপির অভ্যন্তরীণ মূল্যায়ণ, বাংলায় জাতপাতের রাজনীতি ততটা কার্যকর নয়। তাই দল এই নির্বাচনে জাতিগত সমীকরণের উপর অতটা নির্ভর করবে না। ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গে বিজেপি নেতাদের দাবি, প্রায় ৩০ থেকে ৪০টি আসনে মুসলিম ভোট নির্ণায়ক ভূমিকা রাখে।
OTP চেয়ে সাইবার অপরাধের ঘটনা প্রায় আসে। SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় সেই রকম অপরাধ বাড়তে পারে। এই আশঙ্কায় সতর্ক ভারতের নির্বাচন কমিশন।