সরকারি স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ এবং পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর চার বছর অতিক্রান্ত হয়ে গেলেও নির্বাচন না করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করল সিপিআইএম। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে।
নির্বাচন-সংক্রান্ত রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। বৃহস্পতিবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে অভিযান চালায়। ইডির অভিযানে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে এবং তারপরে সল্টলেকে আইপ্যাক অফিসে যান।
আমরা বারবার ডিম্যান্ড করেছি যাতে বুথের ভিতর বাহিনী থাকে। ওরা দাঁড়িয়ে থাকে রাস্তায়। ভোট লুঠপাট হয় বুথের ভিতরে। আমাদের সামনেই এই ঘটনা অনেকবার ঘটেছে। এবার যদি সত্যিই অন্যরকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে। তাহলে তৃণমূলের টেকা মুশকিল। ভোটের আগেই বুথের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। দায়িত্ব পেয়েই দিলীপ ঘোষের বড় প্ল্যান রেডি।
ঝাঁ, চকচকে রাজনৈতিক সভা। বাংলার ইতিহাসে এমন সভা আগে দেখেনি বাংলাবাসী। তিন ভূতকে মঞ্চে হাঁটানোর পর এবারে চর্চায় সাদা চিরকুটে লেখা প্রশ্নোত্তর পর্ব। শনিবার তৃণমূলের হেরে যাওয়া আসন আলিপুরদুয়ারে 'রণ সঙ্কল্প সভা' করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরেই জননেতা হিসেবে নিজেকে তুলে ধরেছেন অভিষেক। এবারের 'রণ সঙ্কল্প সভা'-ও ঠিক তারই একটি নিদর্শন।