Advertisement
নির্বাচন

PHOTOS:আপাতত ঠিকানা কৃষ্ণনগর, প্রচারে নামলেন কৌশানী

koushani mukherje
  • 1/7

গত জানুয়ারি মাসে তৃণমূলে যোগ দেন টলিউডের অন্যকম অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তৃণমূলনেত্রী তাঁর অনুপ্রেরণা সেকথা গোপন করেননি অভিনেত্রী। আর দলে যোগ দিতেই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র তাঁকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রার্থী ঘোষণা হতেই ভোট ময়দানে নেমে পড়েছেন কৌশানী মুখাপাধ্যায়।

koushani mukherje
  • 2/7

ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ভোট কৃষ্ণনগর উত্তরে। কিন্তু সময় নষ্ট করতে রাজি নন কৌশানী। তাই মঙ্গলবারই ভোট প্রচারে কৃষ্ণনগরে চলে এসেছেন অভিনেত্রী। 
 

koushani mukherje
  • 3/7

আপাতত ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি হোটেলে থেকেই শুরু করছেন ভোটের কাজ। 

Advertisement
koushani mukherje
  • 4/7

নির্বাচনের আগে প্রচারে কোনওরকম খামতি রাখতে চান না অভিনেত্রী।

koushani mukherje
  • 5/7

কৃষ্ণনগরের মাটি কামড়ে পড়ে থাকতে চাইছেন কৌশানী। সেখানে থাকার জন্য ইতিমধ্যেই  বাড়ি ভাড়াও নাকি খুঁজতে শুরু করেছেন তৃণমূলের এই তারকা প্রার্থী।

koushani mukherje
  • 6/7

 ২০১৫ সালে অভিনয় জগতে পা রেখেছিলেন কৌশানী। জানালেন কৃষ্ণনগর তাঁর কাছে বরাবরই স্পেষাল। কারণ নিজের প্রথম ছবির শ্যুটিং করতে এই কৃষ্ণনগরেই এসেছিলেন অভিনেত্রী।

koushani mukherje
  • 7/7

এছাড়াও কৃষ্ণনগর ও রানাঘাটে তাঁর বহু আত্মীয় রয়েছেন। তাই তৃণমূলের স্টার প্রার্থীকে একেবারেই বহিরাগত বলা যায় না তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন নায়িকা।
 

Advertisement