scorecardresearch
 
Advertisement
কেরালা বিধানসভা নির্বাচন

'এটা ভগবান পদ্মনাভের দেশ', ভোটের কেরলে রাজনৈতিক হিংসা নিয়ে সরব শাহ

amit shah
  • 1/7

বাংলাকে পাখির চোখ করেছে গেরুয়া বাহিনী। কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে আরও ৪ রাজ্যে। সেখানেও ভাল ফল করতে তৎপর বিজেপি। যার মধ্যে ৩টি দক্ষিণের রাজ্য। মোদী যখন ব্রিগেডে সমাবেশ করছেন তখন ভোটপ্রচারে তামিলনাড়ু ও কেরল রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 
 

amit shah
  • 2/7

স্বরাষ্ট্রমন্ত্রী শাহের এদিনের ভোটপ্রচার শুরু হয়  কন্যাকুমারী দিয়ে। এখানে সকাল সাড়ে দশটার দিকে তিনি সুচীন্দরাম মন্দিরে পুজো দেন। তারপর শুরু করেন ভোট প্রচার।

amit shah
  • 3/7

শাহ বলেন,  আমি নিশ্চিত যে তামিলনাড়ুতে এআইএডিএমকে-বিজেপি-পিএমকে জোট সরকার গঠন করবে। অমিত শাহ রোড শোয়ের পাশাপাশি আম জনতার সঙ্গে আলাপচারিতায় মাতেন এবং ছবিও তোলেন।
 

Advertisement
amit shah
  • 4/7

এরপর কেরলে পৌঁছন অমিত শাহ। তিরুবন্তপুরমে একটি জনসভাতে যোগ দেন তিনি। তার আগে  তিনি তিরুবনন্তপুরমে শ্রী রামকৃষ্ণ আশ্রমে গিয়েছিলেন।  আশ্রমের সাধুদের সাথে সাক্ষাত করেন তিনি। 
 

amit shah
  • 5/7

স্বরাষ্ট্রমন্ত্রী  এরপরে  নির্বাচনী সমাবেশে যোগ দনে। সেখানে  মেট্রো ম্যান নামে পরিচিত ই শ্রীধরণসহ কেরাল বিজেপির অনেক বড় নেতা উপস্থিত ছিলেন। শাহ জানান যে কেরলে বিজেপির নির্বাচনী প্রচারের স্লোগান হবে - মোদী সাথে নতুন কেরল (New Kerala with Modi)।
 

amit shah
  • 6/7

তিরুবনন্তপুরমে বিজেপির কেরল বিজয় যাত্রা প্রসঙ্গে অমিত শাহ বলেন যে,  আজ আমরা নির্বাচনী প্রচার শুরু করছি। এটি ভগবান পদ্মনাভের দেশ। এখানে এসে আমি খুব খুশি। তবে এখন এই মাটি দুর্নীতি ও রাজনৈতিক সহিংসতার দেশে পরিণত হয়েছে।
 

amit shah
  • 7/7

কেরলে নির্বাচনী লড়াইটা মূলত সিপিআইএম পরিচালিত এলডিএফ জোটের সঙ্গে কংগ্রেস পরিচালিত ইউডিএফ জোটের। সেখানে বিজেপির সম্ভাবনা প্রায় নেই বলেই ধারণা রাজনৈতিক মহলের। তবুও নির্বাচনে কোনোপক্ষই জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির। কেরলে অমিত শাহের সভায় বিজেপি-তে যোগ দিলেন কেরলের নামী অভিনেতা দেবান।
 

Advertisement