Advertisement
নির্বাচন

PHOTOS: ভোট পরবর্তী হিংসা চণ্ডীতলায়, নামল RAF

  • 1/8

এবারের অন্যতম তারকাকেন্দ্র গুগলির চণ্ডীতলা। এখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন  যশ দাশগুপ্ত। তারি বিপরীতে দাঁড়িয়েছেন তৃণমূলের স্বাতী খান্দেকর।আর সিপিআইএমের মহম্মদ সেলিম। চতুর্থ দফায় ভোট হয়েছে হুগলির এই বিধানসভা কেন্দ্রে। তবে ভোট মিটলেও উত্তেজনা পিছু ছাড়েনি। 

  • 2/8

চণ্ডীতলায় ভোট পরবর্তী হিংসা দেখা দিয়েছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত হয়েছে এলাকা। 
 

  • 3/8


ভোটের পর থেকেই বিজেপি ও তৃণমূলের মধ্যে গণ্ডগোল দেখা দিয়েছে। 
 

Advertisement
  • 4/8

অভিযোগ ভগবতী বাজারে বিজেপির কর্মীদের তৃণমূল কর্মীরা মারধর করে।

  • 5/8

 তারপর সেই খবর পেয়ে বিজেপির লোকেরা জড়ো হয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য নিশিথ মালিকের বাড়িতে গিয়ে তাণ্ডব চালায়। 
 

  • 6/8

তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাড়ি ইট পাটকেল মারা হয়,  বাড়িতে ঢুকে মহিলাদে উপর অত্যাচারও চালান হয় বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। 
 

  • 7/8

এই ঘটনায়  তৃণমূলের ৬ থেকে ৭  জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।  বিজেপির ৩ জন আহত হয় বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। 
 

Advertisement
  • 8/8


ঘটনার পরেই  ভগবতীপুর বাজার- সহ গোটা এলাকার বিশাল পুলিশ মোতায়েন করা হয়। নামাতে হয় ব়্যাফ।


 

Advertisement