
পোস্টারগুলো খুবই সাধারণ। হামেশাই যেমন রাস্তায় দেখা যায়, তেমনই।

প্রথমে দেখে যে কেউ ভাবতে পারেন, এগুলো কোনও জ্যোতিষ বা বাড়িভাড়ার পোস্টার।

তবে একটু ভাল করে দেখলে ভুল ভাঙবে। সেখানে রাজনৈতিক বার্তা।

তারা শাসনক্ষমতায় এলে কী করতে পারবে, তা জানানো হয়েছে।

পোস্টারের বক্তব্য গভীর হলেও ভাষা সহজ-সরল। যাতে আরও বেশি করে মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়া যায়।

আগের প্যারোডির মতো এগুলো নিয়েও জোর চর্চা। দলবদল থেকে চাকরি- সব বিষয়ই তুলে ধরা হয়েছে।