scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

KD Singh Arrested: অভিষেকের ওপর স্টিং অপারেশন চেয়েছিলেন এই কেডি সিং, দাবি করেন নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েল

KD Singh
  • 1/13

ভোটের দিন যত সামনে আসছে ততই বাংলার রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আর তার মাঝেই এবার গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কেডি সিং। অ্যালকেমিস্ট চিটফান্ড কাণ্ডে গ্রেফতার করা হয়েছে  তৃণমূলের  প্রাক্তন সাংসদ কেডি সিং-কে। দিল্লিতে ইডির দফতরে গ্রেফতার কার হয় তাঁকে। তদন্তকারী আধিকারিকদের অভিযোগ, তদন্তে একদম সহযোগিতা করছিলেন না কেডি।

KD Singh
  • 2/13

১৫০ কোটি টাকা বেআইনি ভাবে বাজার থেকে তোলার অভিযোগ রয়েছে কেডি সিং-এর বিরুদ্ধে। কিন্তু তার থেকে বেশি টাকা বাজার থেকে তুলে সেই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। কাদের হাত ধরে বিদেশে পাচার করা হয়েছিল সেই টাকা তা জানতেই কেডি সিংকে জেরা করা চলছিল। মোট ২৩৯ কোটি টাকার তছরুপের অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। বুধবার সকাল থেকে তদন্তকারী অফিসাররা ওনার বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন। 

KD Singh
  • 3/13

অ্যালকেমিস্ট কোম্পানির কর্ণধার কেডি সিং। প্রভাবশালী কেডি সিং নিজে এই অ্যালকেমিস্ট কোম্পানির নাম করে বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা তোলার পর সেই টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement
KD Singh
  • 4/13

২০১০ সালে  ঝাড়খণ্ড মুক্তি মোর্চার থেকে রাজ্যসভার সাংসদ হয়েছিলে কেডি সিং। এরপর রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসলে উনি তৃণমূলে যোগ দেন। আর তৃণমূলে যোগ দিয়ে তিনি চা বাগান আর চিটফান্ড ব্যবসা শুরু করেন। ইডি জানিয়েছে যে, উনি যেমন চিটফান্ড ব্যবসা হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করেছেন, তেমনই তিনি বেআইনি আর্থিক লেনদেনের সাথেও জড়িত ছিলেন।

KD Singh
  • 5/13


২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন কেডি। উত্তর বারতে দলের বিস্তারে তার হাতেই দায়িত্ব দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২০১৬ সালে নারদ কাণ্ডের পর তৃণমূলের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে। 

KD Singh
  • 6/13

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর স্টিং অপারেশন করতে বলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কানওয়ার দীপ সিং ওরেফ কেডি সিং। সিবিআই-এর কাছে এমনি দাবি করেছেন নারদ নিউজের সম্পাদক ম্যাথু স্যামুয়েল। নারদ তদন্তের স্বার্থে ম্যাথু ও কেডি-কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জানা যায়, সেই জিজ্ঞাসাবাদের সময়েই ম্যাথু জানান, শুধু অভিষেকই নয়, তৃণমূলের কোন কোন নেতার উপর স্টিং অপারেশন করতে হবে, সে নির্দেশ তাঁকে দিতেন স্বয়ং কেডিই।

KD Singh
  • 7/13

নারদ স্টিং অপারেশন চালানোর জন্য তাঁকে অর্থও দিতেন কেডি সিং, জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের সামনে এদিন এমন দাবিও করেন ম্যাথু। নারদকাণ্ড সামনে আসার পর বারবার কেডি সিংয়ের নাম উঠে এসেছিল। নারদ স্টিং অপারেশনের হোতা ম্যাথু স্যামুয়েল বারবার দাবি করেছেন, এই স্টিং করার জন্য কেডি সিং ওনাকে টাকা দিয়েছিল। সেই সময় তেহলকা সংবাদ মাধ্যমের সাংবাদিক ছিলেন ম্যাথু স্যামুয়েল। আর কেডির হাতে ছিল সেই সংস্থার মালিকানা।

Advertisement
KD Singh
  • 8/13

রাজ্যে সারদা কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মধ্যেই আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়ে যায় লগ্নিসংস্থা অ্যালকেমিস্টের নাম। ২০১৬ সালের সেপ্টেম্বরে  কেডির সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ইডি। তদন্তকারীদের অভিযোগ ছিল, ২০১৫ সালের মধ্যে বেআইনিভাবে বাজার থেকে কয়েকশো কোটি টাকা তোলা তুলেছিল অ্যালকেমিস্ট। অঙ্কটা প্রায় ১,৯১৬ কোটি টাকা হবে। সেই অর্থ বিদেশেও পাচার করা হয়েছিল।
 

KD Singh
  • 9/13

প্রথমে চিটফান্ড ও পরে নারদাকাণ্ডে কেডির নাম উঠে আসায় এরপর থেকেই তার সাথে দূরত্ব বাড়াতে শুরু করে তৃণমূল। কেডির রাজ্যসভার মেয়াদ শেষ হলে ওনাকে আর মনোনীত করেনি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
 

KD Singh
  • 10/13

২০১৮ সালের অগস্টে কেডি সিংহের সংস্থা ‘অ্যালকেমিস্ট’-এর যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পত্তি কেনাবেচার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল  কলকাতা হাইকোর্ট। ২০১৯ সালের জানুয়ারিতে প্রাক্তন তৃণমূল সাংসদের বাড়ি ও অফিসে হানা দিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। একাধিক শো-রুম, রিসর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে একাধিক অভিযোগ জমা পড়ে। সব অভিযোগ একত্রিত করে তদন্ত শুরু হয়।

KD Singh
  • 11/13

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ একসময়  অভিযোগ করেছিলেন অ্যালকেমিস্টের কর্নধার কেডি সিং-এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক রয়েছে। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন অভিষেক। এনিয়ে ২০১৭ সালের শুরুর দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি নোটিস পেয়েছিলেন দিলীপ ঘোষ।

Advertisement
KD Singh
  • 12/13

ভোটের মুখে কেডি সিং গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় রাজনৈতিক মহল। এ বিষয়ে দলের বর্ষীয়ন সাংসদ সৌগত রায়ের মন্তব্য অবশ্য 'কেডি সিং তৃণমূলের সঙ্গে নেই।' 
 

KD Singh
  • 13/13

এদিকে কেডি সিং-কে তৃণমূলের বৃত্তে এনেছিলেন মুকুল রায়, এমন দাবি করছেন কুণাল ঘোষ। মুকুল রায়কে ম্যান অব অ্যালকেমিস্ট বলে আক্রমণ করেছেন কুণাল। অবিলম্বে মুকুলের গ্রেফতারির দাবি করেছেন তিনি। অ্যালকেমিস্টের যাবতীয় কর্মকাণ্ডে মুকুলের হাত রয়েছে বলে দাবি করেছেন তিনি। সারদা কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন আদালতকে দেওয়া বয়ানে অনেকদিন আগেই কেডি সিং ও মুকুল রায়ের নাম করেছিলেন বলে অভিযোগ করেছেন কুণাল।

Advertisement