বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর কাছে এবারের লড়াইটা এবার অনেক কঠিন। কারণ, প্রতিনিয়ত বিজেপি নেতাদের কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। মনে করা হচ্ছে. আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও এমন সমস্যায় পড়তে পারেন অভিষেক
শেষ কয়েক মাস ধরে অভিষেককেই বিশেষত টার্গেট করেছে বিজেপি। শুভেন্দু বিজেপিতে আসার পরেই সেটা আরও জোরদার হয়েছে । অভিষেকের বিরুদ্ধে বিজেপি নেতাদের ভাইপো, তোলাবাজ -এ মতো শব্দ শুনতে পাওয়া যায়। মনে করা হচ্ছে, বিজেপি কোনও ভাবে বুঝতে পেরেছে অভিষেককে আক্রমণ করলেন ঘুরপথে মমতাকেই আক্রমণ করা যাবে। তাই এখন বিজেপির ছোট-বড় নেতাদের একের পর এক নেতাদের আক্রমণের মুখে পড়ছেন অভিষেক।
অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে অভিষেকই এখন তৃণমূলের বিরুদ্ধে বিজেপির মূল অস্ত্র। যেমন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কয়েকদিন আগে তিনি এক বিজেপির ব়্যালি থেকে অভিষেককে আক্রমণ করেছিলেন। এই শোভন একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন।
তৃণমূলকে আক্রমণের পাশাপাশি একমাত্র অভিষেককে কড়া ভাষায় আক্রমণ করা এটা গেরুয়া শিবিরের অন্যতম কৌশল বলে মনে করা হচ্ছে। ফলে আগামী দিনে এমন আরও আক্রমণ ধেয়ে আসতে পারে অভিষেকের দিকে।
যদিও বিজেপির এই চাল কিছুটা হলেও বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। উল্টে তিনি বিজেপির বিরুদ্ধে এনেছেন বহিরাগত তত্ত্ব।