scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS:'বেগম হারছেন, বিকাশ জিতছে', ভোট দিয়েই মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari
  • 1/9

এবারের ভোটে ‘হট সিট’ নন্দীগ্রাম। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে একদা তারই সহযোগী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এই প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী।
 

Suvendu Adhikari
  • 2/9


সকাল সকালে বাইকে করে নন্দনায়কবাড় স্কুলের বুথে পৌঁছে যান শুভেন্দু।  

Suvendu Adhikari
  • 3/9

৭৬ নম্বর বুথে ভোট দিলেন  তিনি। 
 

Advertisement
Suvendu Adhikari
  • 4/9

হাইভোল্টেজ নন্দীগ্রামে ভোট লড়াইয়ের নেমে আগেই  হলদিয়া থেকে সরে নন্দীগ্রামের ভোটার হয়েছেন শুভেন্দু।
 

Suvendu Adhikari
  • 5/9

নন্দীগ্রামে এর আগে ভোটপ্রার্থী হয়েছেন শুভেন্দু। ২০১৬ সালে এই আসন থেকেই বিধায়ক হয়ে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছেন। কিন্তু তখনও ভোটার ছিলেন না এই কেন্দ্রের। বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার আগেই এবার নন্দীগ্রামের ভোটার তালিকায় নাম তোলেন তিনি। একেবারে শুরুতে বাসিন্দা হিসেবে কাঁথির ভোটার ছিলেন তিনি। ২০০৯ সালে হলদিয়ার ভোটার হন। সে বার ওই লোকসভা আসন থেকে ভোটে লড়েছিলেন। আগের বার নন্দীগ্রামের প্রার্থী হয়েও ভোট দিতে পারেননি। 

Suvendu Adhikari
  • 6/9

 সেই আক্ষেপ ছিল শুভেন্দুর। সেটাই এবার মেটালেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। 
 

Suvendu Adhikari
  • 7/9

ভোট দিয়ে শুভেন্দু বলেন  উন্নয়ন জিতবে, তোষণ পরাজিত হবে। দুর্নীতি মুক্ত বাংলা তৈরি হবে।
 

Advertisement
Suvendu Adhikari
  • 8/9

সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, 'বেগম হারছেন, বিকাশ জিতছে'।

Suvendu Adhikari
  • 9/9

'মানুষকে বিশ্বাস করি। নন্দীগ্রামের মানুষের ওপর বিশ্বাস আছে আমার।' এই বার্তা দেন শুভেন্দু। 

Advertisement