পশ্চিম মেদিনীপুরের ৯, বাঁকুড়ার ৮, পূর্ব মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে।
প্রথম দফায় ভোটদানের হার ছিল প্রায় ৮০ শতাংশ। এবারও সকাল থেকে ভোট কেন্দ্রে দেখা গিয়েছে ভোটারদের লম্বা লাইন।
পশ্চিমঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা সত্বেও বাঁকুড়া ও দুই মেদিনীপুরের বুথ গুলিতে লম্বা লাইন দেখা গিয়েছে।
করোনাকালে ভোট। সেই কারণে ভোটারদের মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস বিতরণ করা হচ্ছে। করোনা বিধি মেনে বুথএ বুথে ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সব বুথেই। রয়েছে রাজ্য পুলিশ। দ্বিতীয় দফার ভোটে নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন ২১ হাজার কেন্দ্রীয় বাহিনী, ৬ হাজার রাজ্য পুলিশ।
সব কেন্দ্রেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। বিশেষ করে নন্দীগ্রামের সব বুথই স্পর্শকাতর হওয়ায় সেখানে নিরপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যদিও কেন্দ্রীয় বাহিনী নিয়ে একাধিক জায়গায় অভিযোগ উঠেছে।