scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: ভোটপ্রচারে নায়ক যশ! মা কালীর আশীর্বাদ নিয়ে ময়দানে

Yash Dasgupta
  • 1/5

এবারের বিধানসভা ভোটে তৃণমূলের মত প্রার্থী তালিকাতে চমক দিয়েছে গেরুয়া শিবিরও। গত রবিবার তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তাতে সবচেয়ে বড় চমক ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। এবার চণ্ডীতলা বিধানসভায় বিজেপি তাকে প্রার্থী করেছে। আর টিকিট পেতেই সময় নষ্ট করতে রাজি নন টলিউডের প্রথম সারির এই অভিনেতা। সোমবার লেক কালি বাড়িতে পুজো দিয়েই নিজের বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন যশ।   
 

Yash Dasgupta
  • 2/5

প্রচারে নামার আগে শ্রীরামপুরে  বিজেপি পার্টি অফিসে প্রথমে সম্বর্ধনা দেওয়া হয় যশ দাশগুপ্তকে।  তারপরে দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে চণ্ডীতলা ডানকুনিতে  প্রচার শুরু করেন যশ দাশগুপ্ত।
 

Yash Dasgupta
  • 3/5

প্রচারের  প্রথম দিনেই চণ্ডীতলার মানুষের মন জয় করে নেন যশ। সুদর্শন অভিনেতাকে দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। 
 

Advertisement
Yash Dasgupta
  • 4/5

এদিকে যশের সমর্থনে  চণ্ডীতলার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনও শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা।
 

Yash Dasgupta
  • 5/5

ফেব্রুয়ারির ১৭ তারিখ বিজেপিতে যোগ দেন যশ। তবে  চণ্ডীতলায় যশের প্রতিপক্ষরা বেশ শক্তিশালী। একদিকে সংযুক্ত মোর্চা হয়ে দাঁড়িয়েছেন সিপিএম-এর পোড়খাওয়া রাজনীতিক মহম্মদ সেলিম। অর অন্যদিকে রয়েছেন তৃণমূলের দু'বারের বিধায়ক স্বাতী খন্দকর। তবে রাজনীতিতে আনকোড়া হলেও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন যশ।  নিজের জয়ের প্রতি একশ শতাংশ আশাবাদী অভিনেতা। 

Advertisement