বাংলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচনী লড়াই। নিজের ভাবমূর্তি রক্ষা করতে মরিয়া তৃণমূলনেত্রী। মমতা, বাংলার নির্বাচনী রাজনীতিতে যে নতুন দিক উদ্ভুত হয়েছে এবং তিনি যে সাবধানে পা রাখছেন তা বলাই বাহুল্য। (ছবি- অনিল গিরি)
সোমবার, পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা থেকে দুর্গাপুরে হোটেলে ফিরে আসার সময়, দলীয় সমর্থকরা এবং বিপুল সংখ্যক লোক হোটেলের ভিড়ের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ পড়ে এক ছোট্ট মেয়ের দিকে। যে মমতা দেখতে বাবার সঙ্গে দাঁড়িয়ে ছিল।
মুখ্যমন্ত্রী মমতা মেয়েটিকে দেখে থমকে ?eন, তারপরে মেয়েটির দিকে ইশারা করে কাছে ডাকলেন। বাচ্চা মেয়েটি দিদির ভঙ্গিমা বুঝতে পারছিল না। তবে সেখানে অবস্থানরত পুলিশ কর্মীরা বুঝতে পেরেছিল এবং একজন পুলিশ মেয়েটি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার রাস্তা করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলে হোটেলের দিকে রওনা দেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে খুশি মেয়েটি। সুহানা, দুর্গাপুর স্টিলসিটির একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। সুহানা পারভিন বলে যে সে তার বাবা শেখ সালাউদ্দিনের সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছিলেন।
মুখ্যমন্ত্রী তাঁর নাম জিজ্ঞাসা করার পাশাপাশি তাকে ভালোবাসেন। মেয়েটি জানিয়েছে, সেও চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিগগিরই সুস্থ হয়ে উঠুক। সুহানার বাবা শেখ সালাউদ্দিন দুর্গাপুর স্টিল সিটির আকবর রোডে বসবাসকারী দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ঠিকাদার শ্রমিক।