scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: 'ইনি কি বাংলার মেয়ে নন?', শহরে জুড়ে অশীতিপর নিগৃহীতার ছবি নিয়ে প্রশ্ন BJP-র

BJP
  • 1/9

বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁর অশীতিপর বৃদ্ধা মাকে বেপরোয়া মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। উত্তর দমদম পুরসভার ৬ নং ওয়ার্ডের নিমতা পাটনা স্কুল রোডে এই ঘটনাটি ঘটে। 

BJP
  • 2/9

আক্রান্ত বিজেপি কর্মী গোপাল মজুমদারের অভিযোগ, তিনজন তৃণমূলকর্মী তাঁদের বাড়িতে ঢুকে প্রথমে তাঁর ওপর এবং পরে তাঁর মায়ের ওপর হামলা চালায়। ওই বিজেপি কর্মীর আরও অভিযোগ, তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে শাসকদলের কর্মীরা। তাঁর মা তখন বাধা দিতে এলে ৮৫ বছরের বৃদ্ধাকে  ধরেও মারতে শুরু করে তারা। অসুস্থ অবস্থায় বৃদ্ধা শুভা মজুমদার সংবাদ সংস্থা এএনআই–কে জানান, ‘‌আমার ছেলেকে ধরে তৃণমূলের লোকজন মারধর করেছে। আমাকে ঘাড়ধাক্কা দিয়েছে। আমাকে খুব মেরেছে। আমার এই অবস্থা তা সত্ত্বেও আমাকে ছাড়েনি ওরা।’‌ 

BJP
  • 3/9

অশীতিপর বৃদ্ধাকে মারধরের এই ঘটনা রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। পার্থ চট্টোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের মত তৃণমূল নেতৃত্ব পুরো বিষয়টিকে পারিবারিক কলহ বলে চালাতে চাইছে। অন্যদিকে নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছে তৃণমূল শিবির।

Advertisement
BJP
  • 4/9

এদিকে দলীয় কর্মীর বৃদ্ধা মায়ের উপর এই হামলাকে এবার ভোটের প্রচারেও সুচারু ভাবে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। 
 

BJP
  • 5/9

ভোটমুখী বাংলায় নতুন স্লোগান এনেছে তৃণমূল কংগ্রেস। ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’র পর এবার ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নতুন স্লোগান প্রকাশ্যে এসেছে। এই স্লোগানকে সামনে রেখেই এবার ভোট বৈতরণী পার করতে চাইছে মমতা ব্রিগেড। 

BJP
  • 6/9

বিজেপিকে বিহারগত বলে আরবার আক্রমণ করছেন মমতা। তাই রাজ্যবাসীর আবেগ ধরতেই এমন স্লোগান দিচ্ছে তৃণমূল। এদিকে গোপাল মজুমদারের মাকে আক্রমণের ঘটনায় সেই স্লোগান ইস্যুতেই যেন অস্ত্র পেয়েছে বিজেপি। বিজেপি নেতৃত্ব বলছে, 'নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী, আর তার শাসনেই বাংলার মায়েরা আজ অসুরক্ষিত।তাই বাংলার মা-বোনেদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন আসল পরিবর্তন।'
 

BJP
  • 7/9

রাতারাতি বিজেপি কর্মী গোপাল মজুমদারের মা হয়ে উঠেছেন বিজেপির প্রচারের মুখ। অসহায় নিগৃহীতা বৃদ্ধার পোস্টারে ছেয়ে গিয়েছে শহর কলকাতা। শহরের নানা প্রান্তে অসহায় বৃদ্ধার মুখ, তাঁর সঙ্গে প্রশ্ন, 'ইনি কি বাংলার মেয়ে নন? তৃণমূলনেত্রী তাঁর সরকারকে 'মা মাটি মানুষের' সরকারের বলে থাকেন। সেই 'মা'-আবেগকেই এবার উস্কে দিল বিজেপি। 

Advertisement
BJP
  • 8/9

হ্যাঁ, 'বাংলা নিজের মেয়েকেই চায়'। কয়েকদিন আগেই তৃণমূলের স্লোগানকে হাতিয়ার করেই শাসক শিবিরকে জবাব দিয়েছিল  বিজেপি। গেরুয়া শিবিরও সোশ্যাল মিডিয়ায় একটি প্রচার শুরু করেছে। যেখানে বাংলার মেয়ে হিসেবে তুলে ধরা হয়েছে বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী, লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি, ভারতী ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখদের ছবি। সঙ্গে একধারে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। উপরে বার্তা দেওয়া হয়েছে, 'বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়!'
 

BJP
  • 9/9

সবমিলিয়ে বাংলায় ভোটের ঘণ্টা বাজতেই তৃণমূলনেত্রীকে আক্রমণ শানাতে নেমে পড়েছে বিজেপি। আর সেই যুদ্ধে অগ্নিকন্যার বিপরীতে অশীতিপর এই বৃদ্ধা অসহায় মা হয়ে উঠেছেন বিজেপির ট্রাম্পকার্ড। 

Advertisement