scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

BJP-তে আরও এক তারকা! যোগ দিলেন নায়িকা শ্রাবন্তী, বললেন, 'মোদীজির ভাষণে আমি আপ্লুত'

শ্রাবন্তী
  • 1/8

অভিনয় এবং সংসারের ইনিংসের মধ্যেই রাজনীতির নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় নায়িকা। তবে সম্প্রতি বেশি চর্চায় থেকেছেন ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে। ২০২১-এর মার্চের প্রথম দিনেই যোগ দিলেন বিজেপিতে।

শ্রাবন্তী
  • 2/8

১৯৯৭ সালে মায়ার বাঁধন দিয়ে অভিনয় জীবনের সূচনা। মাত্র ১৬-তেই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে। তার পর বেশ কিছু দিন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শ্রাবন্তী। ২০০৩ সালে অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেন চ্যাম্পিয়ন ছবিতে। তার পর আরও একবার ৫ বছরের জন্য বিরতিতে চলে যান।

শ্রাবন্তী
  • 3/8

২০০৮ সালে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বড় স্ক্রিনে ফিরে আসেন ভালোবাসা ভালোবাসা ছবির মাধ্যমে। এর পর নানা হিট ছবিতে দেব, জিৎ, সোহম, অঙ্কুশের সঙ্গে অভিনয় করেন শ্রাবন্তী। প্রথম স্বামী রাজীব বিশ্বাস এবং রবি কিনাগির পরিচালনায় সবচেয়ে বেশি কাজ করেছেন শ্রাবন্তী। ২০১৬-য় রাজীবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। সেই একই বছর মডেল কিষাণ বিরাজের সঙ্গে আইনি মতে বিয়ে সারেন অভিনেত্রী। কিন্তু সে বিয়েও ১ বছরের বেশি স্থায়ী হয়নি।

Advertisement
শ্রাবন্তী
  • 4/8

শ্রাবন্তীর জীবনে নতুন সম্পর্ক নিয়ে আসেন রোশন সিং। ২০১৯ সালে ঘর বাঁধেন তাঁরা। তবে বছর ঘুরতে না ঘুরতেই ফের একবার বিচ্ছেদ নিয়ে চর্চা শুরু হয়। চর্চায় ইন্ধন দেন শ্রাবন্তী এবং রোশন দুজনেই। একে অপরকে আনফলো করেন সোশাল মিডিয়ায়। ঘটনা প্রবাহ দেখে বিবাহ বিচ্ছেদের জল্পনা ফের একবার উস্কে ওঠে।

শ্রাবন্তী
  • 5/8

সোশাল মিডিয়ায় এ নিয়ে অনেক মিমও তৈরি হয়। শ্রাবন্তীকে লক্ষ্য করে ধেয়ে আসে একের পর এক কমেন্টও। কিন্তু তাতে কোনও প্রতিক্রিয়া দেখাননি নায়িকা।

শ্রাবন্তী
  • 6/8

প্রাক্তন দুই স্বামী রাজীব এবং বিরাজ প্রাক্তন স্ত্রী নিয়ে মুখ না খুললেও রোশন নানা পোস্টের মাধ্যমে বুঝিয়েছেন তিনি বিরক্ত। শ্রাবন্তী এবং রোশন দু'জনেই একে অপরের সমস্ত ছবি সোশাল মিডিয়া থেকে ডিলিট করতে থাকেন। মাঝে শ্রাবন্তী সিঁদুর রাঙানো ছবি সোশাল মিডিয়ায় দেখে কটাক্ষ করতে ছাড়েননি রোশন।

শ্রাবন্তী
  • 7/8

আপাতত রাজনীতির মঞ্চে এসে সকলকেই খানিকটা চমকে দিলেন নায়িকা। রাজ্য এবং কেন্দ্রের শাসকদল তৃণমূল এবং বিজেপি বিধানসভা নির্বাচনের আগে টেলিভিশন এবং টলিউডের বহু নামী মুখকে দলে নিয়েছে।

Advertisement
শ্রাবন্তী
  • 8/8

তালিকায় যশ দাশগুপ্ত থেকে জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, হিরণ চট্টোপাধ্যায়, সায়নি ঘোষ, রাজ চক্রবর্তীর মতো হাই প্রোফাইল নাম রয়েছে। তারকা সামিল করতে দুই দলই নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নেমেছে। সেই তালিকায় এ বার যুক্ত হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম।

Advertisement