scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

টাকা দিয়ে কয়েকটা MLA কিনলেই তৃণমূলকে কেনা যায় না, বোলপুরে BJP-কে আক্রমণ মমতার

রোড শো করেন মমতা
  • 1/6

বোলপুর লজ মোড় থেকে জামবুনি পর্যন্ত এই রোড শো করেন মমতা। তারপরে একটি সভাও করেন তিনি। এদিন রোড শোতে রবীন্দ্র সংস্কৃতি তুলে ধরা হয়। সেইসঙ্গে বাউল শিল্পী ও লোক শিল্পীদেরও সভায় দেখা যায়।

বহিরাগত নিয়ে তোপ
  • 2/6

মমতা বলেন, ধান্দাবাজ লোকেদের বিরুদ্ধ প্রাচীর গড়ে দাও। এই মাটি সোনার বাংলা উপহার দিয়েছে। নতুন করে কারোর সোনার বাংলার স্বপ্ন দেখার দরকার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এটা সৃষ্টি করে গেছেন। বিজেপির দিল্লি নেতারা, যারা বহিরাগত তারা জানেন না রবীন্দ্রনাথ ঠাকুর কে। 
 

ঘৃন্য রাজনীতি আমদানি
  • 3/6

মমতা বলেন, সারা বাংলায় এক ঘৃন্য রাজনীতি আমদানি করা হয়েছে। ঘৃন্য, বিদ্বেষমূলক রাজনীতি আমদানি করা হয়েছে। হিন্দু ধর্ম তারা জানেন না। রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদাকে তারা জানেন না। আমার তপশিলি-আদিবাসীদের অপমান করার ক্ষমতা তোমাদের নেই।

Advertisement
গ্রাম ও শহরের বাসিন্দারা সাবধান
  • 4/6

মমতা বলেন, গ্রাম ও শহরের বাসিন্দারা সাবধান হন। দেখবেন ১০ জনের মধ্যে ২ জন বহিরাগত। তারা আপনাকে এসে ওদের কথা বোঝাবে। সাবধান হোন। 

বিশ্বভারতীর উপাচার্য
  • 5/6

মমতা বলেন, যারা গান্ধীজিকে খুন করল তারা আজকে ওদের নেতা। রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা অপমান করল, তারা আজ ওদের নেতা। বিশ্বভারতীর উপাচার্য আর কাউকে খুঁজে পায়নি। বেছে বেছে ওদের নিয়ে আসল। বিজেপির মার্কামারাকে বিশ্বভারতীর উপাচার্য করে নিয়ে এসেছে

পুলিশে অভিযোগ দায়ের করবেন
  • 6/6

মমতা বলেন,বহিরাগত পাড়ায় দেখলেই পুলিশে অভিযোগ দায়ের করবেন। পুলিশ অভিযোগ না নিলে আমাদের জানাবেন।

Advertisement