scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: লড়াই এবার রাজনীতির ২২ গজে, 'দিদি'র ব্যাটসম্যান মনোজকে BJP-র 'ইয়র্কার' দিন্দা

BJP VS TMC
  • 1/8

দুপুরে ব্যাটসম্যান মনোজকে তুলে চমক 'দিদি'র, বেলা গড়াতেই BJP-র পাল্টা চমক পেস বোলার দিন্দা।
 

BJP VS TMC
  • 2/8

বিধানসভা নির্বাচনের মুখে তারকাদের রাজনীতিতে যোগদানের ধুম অব্যাহত। রুপালি পর্দা থেকে ক্রিকেটের ময়দান, বাদ যাচ্ছে না কোনও ক্ষেত্রই। 

BJP VS TMC
  • 3/8

 বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন একঝাঁক তারকা। তাতে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম প্রাক্তন সদস্য মনোজ তিওয়ারিও।
 

Advertisement
BJP VS TMC
  • 4/8

 এবার পালটা নজর কাড়তে এদিন বিকেলেই পেস বোলার অশোক দিন্দাকে যোগদান করালো বিজেপি।

 

 

BJP VS TMC
  • 5/8

মেদিনীপুরের ছেলে দিন্দার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক বেশ ভাল। এদিন শুভেন্দু হাত ধরেই গেরুয়া পতাকা হাতে তুলে নেন দিন্দা।
 

BJP VS TMC
  • 6/8

এদিকে দিন্দার বিজেপি যোগের আগে এদিন দুপুরে সাহাগঞ্জের সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, মালানি দে, অভিনেতা কাঞ্চন মল্লিক, পরিচালক সুদেষ্ণা রায়।  জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। 

BJP VS TMC
  • 7/8

শোনা যায় ক্রিকেট মাঠে মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দার সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয়। গত ২ বছর দিন্দার বাংলা দলে না থাকার অন্যতম কারণ ছিলেন নাকি মনোজই! এবার খেলার মাঠের পর রাজনীতির ময়দানে দুই ক্রিকেটার কেমন পারফরম্যান্স করেন সেদিকেই নজর সকলের।
 

Advertisement
BJP VS TMC
  • 8/8

এদিকে ভোটের মুখে বাংলায় সেলেব্রিটিদের রাজনৈতিক দলে যোগদান পর্বে প্রতিদিনই নিত্যনতুন চমক অব্যাহত। কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী সহ একঝাঁক টলি অভিনেতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখেয়েছেন হিরণও। রুদ্রনীল ঘোষও হাতে নিয়েছেন গেরুয়া পতাকা। এদিন যেন বিজেপিকে তারই পাল্টা দান দিলেন তৃণমূলনেত্রী। রুদ্রর বন্ধু কাঞ্চন, রাজরা হাতে নিলেন তৃণমূল পতাকা।


 

Advertisement