হাতি উপদ্রুত এলাকায় ভোট, সকাল থেকেই ভোট কর্মীদের সুরক্ষা দিতে জঙ্গলের ভেতরে পাহারা বনরক্ষীদের। এদিন যাতে ভোটারদের কোনও সমস্যা না হয় সেই দিকেও নজর রাখলেন বনকর্মীরা।
পশ্চিম মেদিনীপুরের প্রথম পর্বের ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মেদিনীপুর সদর ব্লকের অনেকটা অংশ জঙ্গলের মধ্যে পড়ে। ধেরুয়া ও চাঁদড়া অঞ্চল এলাকার গ্রামগুলির বাসিন্দাদের জঙ্গলের ভেতর কার রাস্তা পার হয়ে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে হচ্ছে।
এই সমস্ত ভোটারদের হাতির আক্রমণ থেকে রক্ষা করতে শনিবার সকাল থেকেই সতর্ক পাহারা দিলেন বনরক্ষী কর্মীরা।
মেদিনীপুর সদর ব্লকের ভাদুলিয়া সংলগ্ন এলাকায় সকাল থেকেই জঙ্গলের রাস্তায় প্রস্তুত হয়ে ভোটারদের সহযোগিতা করেছে বনকর্মীরা। জঙ্গলের রাস্তা দিয়ে আগত ভোটারদের সঙ্গে করে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়েছে তারাই।
একইসঙ্গে রাস্তার আশেপাশে কোন হাতি এলে সেগুলিকে তাড়ানোর ব্যবস্থা করেছে।বনকর্মীরা জানাচ্ছেন জঙ্গলের ভেতরে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে বনকর্মীরা বনদপ্তর এর নির্দেশে সকাল থেকেই প্রস্তুত ছিল।