scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: সিঙ্গুরে শাহকে দেখতে জনজোয়ার, হাজির 'ভারত মাতাও'

Amit Shah
  • 1/9

তৃতীয় দফার ভোট শেষ হতেই ফের প্রচারে ঝড় তুলতে রাজ্যে এলেন অমিত শাহ। এবার মমতার জমি আন্দোলনের আরেক কেন্দ্র সিঙ্গুরে রোড শো করলেন  শাহ। 

Amit Shah
  • 2/9

নন্দীগ্রামের পর এবার সিঙ্গুরকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। নন্দীগ্রামেও শুভেন্দুর হয়ে রোড শো করেছিলেন অমিত শাহ। এবার সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হয়ে রোড শো করলেন শাহ। 

Amit Shah
  • 3/9

সিঙ্গুরের জমি আন্দোলনে মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্যও শুভেন্দুর মত  এবার দলবদল করেছেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। 
 

Advertisement
Amit Shah
  • 4/9

অমিত শাহের  রোড শো দেখতে অগণিত লোক ভিড় জমিয়েছিলেন এদিন।

Amit Shah
  • 5/9

 প্রচুর কর্মী-সমর্থকরা যোগ দিয়েছেন শাহের শোভাযাত্রায়।
 

Amit Shah
  • 6/9

রোড শো ঘিরে ওঠে ভারত মাতা কি জয় স্লোগান। তাতে ভারত মাতা সেজে হাজির হয়েছিল শাহের এক খুদে অনুরাগীও।

Amit Shah
  • 7/9

এলাকায় মাস্টারমশাই হিসাবে পরিচিত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পাশে নিয়েই এদিন ব়্যালি করেন শাহ।
 

Advertisement
Amit Shah
  • 8/9

সিঙ্গুরে  শিল্পের স্বপ্ন ফেরি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো থেকে সিঙ্গুরে শিল্প গড়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। বলেন, “শুধু ছোট বা মাঝারি নয়, রাজ্যে বড় শিল্প আনবে বিজেপি। শিল্প ফিরবে সিঙ্গুরেও।”

Amit Shah
  • 9/9

২০১১ সালে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন হয়। আর সেই পরিবর্তনের ভরকেন্দ্র ছিল সিঙ্গুরও। টাটার ন্যানোর প্রকল্প গিরে সেইসময় রাজ্য রাজনীতি আবর্তিত হয়েছিল। ক্ষমতায় এসে শিল্পের জন্য গৃহীত জমি কৃষকদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন মমতা। দিন কয়েক সিঙ্গুরে সভা করে সেই এলাকার মানুষের আবেগকে ছুঁতে চেয়েছিলেন তৃণমূলনেত্রী। এবার শাহ সিঙ্গারবাসীকে স্বপ্ন দেখালেন শিল্পের।

Advertisement