Advertisement
নির্বাচন

PHOTOS: সেলফির হুড়োহুড়ি! লোকটার মাথায় সপাটে চাঁটি জয়া বচ্চনের

  • 1/6

তৃণমূলের হয়ে প্রচার করবেন বলে রবিবারই রাজ্যে এসেছেন বিখ্যাত অভিনেত্রী জয়া ভাদুড়ি। সোমবার থেকে নিয়মতি ময়দানেও নেমেছেন তিনি।

  • 2/6

টালিগঞ্জের তৃণমূলপ্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে রোড শো করে  বাংলায় ভোটপ্রচার শুরু করেন জয়া। ব্রাব্য বসুর হয়েও প্রচার করতে দমদমেও দেখা গিয়েছিল তাঁকে।

  • 3/6

তবে তাল কাটলো হাওড়ায় গিয়ে। মেজাজ হারালেন অমিতাভ ঘরণী। বৃহস্পতিবার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী মনোজ তিওয়ারির হয়ে প্রচারে করেন জয়া।

Advertisement
  • 4/6

এরপরেই উত্তর হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম চৌধুরীর হয়ে রোড শো করছিলেন অভিনেত্রী। বিলউডের নামকরা তারকাকে দেখার জন্য তখন তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। 

  • 5/6

রোড শোর মাঝেই এক উৎসাহী তৃণমূল কর্মী জয়ার সঙ্গ সেলফি তোলার চেষ্টা করেন। আর তাতেই মেজাজ হারান বাংলার ধন্যি মেয়ে। ধাক্কা মেরে সরিয়ে দেন ওই তৃণমূলকর্মীকে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 
 

 

  • 6/6

এই ঘটনা ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। প্রচারের ময়দানে যেখানে তারকাদের সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা যাচ্ছে তখন জয়ার এই আচরণে তাজ্জব অনেকেই। 

Advertisement