Advertisement
নির্বাচন

PHOTOS: হুগলিতে মোদীর সভায় ব্যাপক উন্মাদনা, দেখুন টুকরো ছবি

  • 1/5

প্রতিপক্ষ যতই আক্রমণ করুক না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভা ঘিরে বিজেপি কর্মী সদস্য তথা সাধারণ মানুষের মধ্যে বরাবরই এক অন্য ধরনের উন্মাদনা লক্ষ্য করা যায়। হুগলির (Hooghly) ডানলপ মাঠের সভাতেও তার কোনও ব্যতিক্রম হল না। (ভোলানাথ সাহার রিপোর্ট)

  • 2/5

সোমবার (Monday) সভাস্থলে এক ব্যক্তির দেহে দেখা গেল আঁকা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। ওই ব্যক্তির বুকে ও পিঠে আঁকা ছিল মোদীর ছবি। 

  • 3/5

অন্যদিকে এদিন মোদীর সভায় আরামবাগ থেকে কোলে ছোট্ট বাঁদর ছানা নিয়ে এসে উপস্থিত হন এক মহিলা। 

Advertisement
  • 4/5

আর শুধু যুব সম্প্রদায় বা মধ্যবয়স্করাই নয়, মোদীর সভায় যোগ দেন বৃদ্ধবৃদ্ধারাও। 

  • 5/5

এদিন বাঁশবেড়িয়া থেকে বিজেপির পতাকা হাতে নিয়ে সভায় উপস্থিত হন এক বৃদ্ধা। শান্তি দেবী নামে ওই বৃদ্ধা আধ ঘণ্টারও বেশি সময় পায়ে হেঁটে পৌঁছান সভাস্থলে। বৃদ্ধা বলেন প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখে তাঁর জীবন ধন্য।

Advertisement