আবারও রাজ্যে এলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার অন্ডালের নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতারা।
বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কাটোয়ায় পৌঁছন ডেপি নাড্ডা। সেখান থেকে রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। তারপর তিনি পৌঁছান কৃষক সুরক্ষা অভিযানের মঞ্চে।
কৃষক সুরক্ষা অভিযানের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তোপ দাগেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কাটমানি, রেশন চুরি, কৃষক বঞ্চনা সহ বিভিন্ন ইস্যুতে মমতাকে বেঁধেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মা মাটি মানুষের নয়, তোলাবাজি, তুষ্টিকরণ ও তাঁবেদারির সরকার বলে কটাক্ষ করেন নাড্ডা।
কৃষক সুরক্ষা অভিযানের মঞ্চ থেকে সোজা চলে যান কৃষক পরিবারে। সেখানে মধ্যাহ্নভোজন সারেন তিনি। মেনুতে ছিল ভাত, রুটি, আলুভাজা, সবজি দিয়ে ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপির তরকারি, সর্ষে ফুলের বড়া, কাটোয়ার স্পেশাল বেগুনি, চাটনি, পায়েস ও মিষ্টি।