মুখ্যমন্ত্রী বারণ করেছিলেন। তিনি বলে দিয়েছেন কোভিড পরিস্থিতিতে কিছুতেই যেন দলের অনুগামীরা কোনও রকম বিজয় মিছিলে না যান।
তা সত্ত্বেও শিলিগুড়িতে দফায় দফায় বিজয় মিছিল করে অত্যুত্সাহী তৃণমূল সমর্থকরা। একাধিক জায়গায় বোমা ফাটিয়ে পতাকা উড়িয়ে মিছিল ও আনন্দ করতে দেখা যায়।
শিলিগুড়িতে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি বাইক মিছিলও করতে দেখা যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। তাঁরা বাইকে করে শহর পরিভ্রমণ করেন।
শহরের পুর এলাকার ১৬ নম্বর ওয়ার্ড থেকে বাইক মিছিল শুরু হয়। তাতে জেলার পরিচিত তৃণমূল ছাত্র পরিষদের চেনা মুখরা ভিড় করেন।
উপস্থিত ছিলেন তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার, যুব সভাপতি কুন্তল রায় সহ অন্যান্যরা। অনেককে মিস্টিমুখ করাতেও দেখা যায়। ২২ নম্বর ওয়ার্ডে দেদার মিস্টি বিলোনো হয়।
তবে অনেক জায়গাতেই কোভিড বিধি ঠিকমতো মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। বেশিরভাগের মুখে মাস্ক থাকলেও অনেকের মুখে মাস্ক ছিল না।
অনেক জায়গায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। তবে স্বতস্ফূর্ত মিছিল থেকে তেমন কোনও গোলমালের খবর নেই। শুধু টিকিয়াপাড়া এলাকায় এখটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে।