ফের একবার দলীয় প্রার্থীর হয়ে বাংলায় প্রচারে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বুধবার তারকেশ্বরের (Tarkeshwar) বিজেপি (BJP) প্রার্থী স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta) হয়ে প্রচারে আসেন স্মৃতি।
স্মৃতি বলেন, "এই নির্বাচন সোনার বাংলা গড়ার নির্বাচন। সোনার বাংলায় প্রত্যেক মহিলার সম্মান ও সুরক্ষা থাকবে। মহিলাদের সম্মান রক্ষার জন্য বুথে গিয়ে পদ্মফুলের বোতাম টিপে স্বপন দাশগুপ্তকে আপনাদের প্রতিনিধি করুন। সোনার বাংলায় প্রত্যেকটা কর্মী কাজ পাবে, প্রতিটা গরীব পরিবারের উন্নয়ন হবে।"
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল, গরীব পরিবারগুলির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হবে। সেই কর্মসূচিতে গোটা দেশে ৪০ কোটি মানুষের প্রথমবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে।"
স্মৃতি বলেন, "বিজেপি সংকল্প নিয়েছে, বাংলায় যে গরীব পরিবারে কন্যা সন্তানের জন্ম হবে, তাদের ৫০ হাজার টাকা বন্ড দেওয়া হবে। যে গরীব পরিবারের কন্যা দ্বাদশ শ্রেণি পাশ করবে, তারা ২ লক্ষ টাকা পাবে।"