scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

West Bengal Election 2021: জগৎবল্লভপুরে TMC নেতার ঘরে আগুন, অভিযোগ ISF-র বিরুদ্ধে

তৃণমূল নেতার ঘরে আগুন
  • 1/5

তৃণমূলের (TMC) গ্রাম পঞ্চায়েত সদস্যের ঘরে আগুন। ঘটনায় অভিযোগের তীর আইএসএফ-এর (ISF) দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের সন্তোষপুর গ্রামে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে। 
 

তৃণমূল নেতার ঘরে আগুন
  • 2/5

জানা গিয়েছে, সোমবার রাতে বড়গাছিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শরিফুল শেখ দলীর কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর ঘরে আগুন লাগিয়ে দেয় কেউ বা কারা। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান শরিফুল। ততক্ষণে অবশ্য আগুনের গ্রাসে চলে গিয়েছে ঘরটি। 
 

তৃণমূল নেতার ঘরে আগুন
  • 3/5

ঘটনায় আইএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন শরিফুল শেখ। তাঁর অভিযোগ, গত কয়েকদিন ধরেই এলাকায় দলের পোস্টার ও পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে। ঘরে আগুন লাগানোর পিছনেও আইএসএফ-এর হাত রয়েছে বলেই দাবি তাঁর। আইএসএফ পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে বলেই অভিযোগ করেন শরিফুল। 
 

Advertisement
তৃণমূল নেতার ঘরে আগুন
  • 4/5

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শেখ সব্বির আহমেদ। তাঁর পালটা দাবি, এলাকায় তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই নিজেরই ঘরে আগুন লাগিয়ে নিজেদের আক্রান্ত দেখানোর চেষ্টা করছেন তাঁরা। তবে তাতে কোনও লাভ হবে না বলেই দাবি আইএসএফ প্রার্থীর।

তৃণমূল নেতার ঘরে আগুন
  • 5/5

এদিকে ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নতুন করে যাতে কোনওরকম উত্তেজনার সৃষ্টি না হয় তার জন্য এলাকায় মোতায়েন রাখা হয়েছে পুলিশ বাহিনী।  

Advertisement