scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: নন্দীগ্রামে প্রচারে শাহ, নাতনি-বৌমা-স্ত্রী গেলেন দক্ষিণেশ্বরে

 Amit Shahs family
  • 1/10

ভোট প্রচারে সপ্তাহে এখন অন্তত  দু'দিন ডেলি প্যাসেঞ্জারি করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতি সপ্তাহেই রাজ্যে আসছেন তিনি। এরমধ্যে রাজ্যে এসে গত নভেম্বরে দক্ষিণেশ্বর মন্দিরেও পুজো দিয়ে গিয়েছিলেন শাহ।
 

 Amit Shahs family
  • 2/10


এখন বাংলার ভোটের প্রচারে ব্যস্ত তিনি। প্রতিবার রাজ্যে একাই আসতে দেখা যায় তাঁকে। ঝটিকা সফরে এসে সারাদিন ব্যস্ত থাকেন প্রচারে। রাতে চলে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক।
 

Amit Shahs family
  • 3/10

রাজ্যে দ্বিতীয় দফা ভোটের প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার। এদিন শুভেন্দু অধিকারীর জন্য রোড শো করতে নন্দীগ্রামে এসেছিলেন অমিত শাহ। বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারেও সভা রয়েছে শাহের।
 

Advertisement
Amita Shahs family
  • 4/10

তবে সবাইকে অবাক করে দিয়ে এবার পরিবার নিয়ে দমদম বিমানবন্দরে নামলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সঙ্গে এদিন কলকাতায় পা রাখলেন স্ত্রী সোনাল শাহ এবং পুত্রবধূ ঋষিতা প্যাটেল।

Amita Shahs family
  • 5/10

শাহ যে এবার পরিবার নিয়ে আসছেন সেই খবর অনেকের কাছেই ছিল না। দমদম বিমানবন্দরে নেমে চপারে করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রওনা দেন নন্দীগ্রামে। সেখান থেকেই আলাদা হয়ে যায় তাঁর সঙ্গে পরিবারের সফরসূচি।

Amita Shahs family
  • 6/10

দমদম বিমানবন্দরে নেমেই অমিত শাহের স্ত্রী এবং পুত্রবধূ যান দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে।

Amita Shahs family
  • 7/10

সেখান থেকে কালীঘাটের মন্দিরেও মা কালী দর্শন ও পুজো দিতে যান  শ্রীমতী শাহ এবং ছেলে  জয়  শাহের ঘরণী ঋষিতা প্যাটেল।

Advertisement
Amita Shahs family
  • 8/10

জয় শাহের খুদে দুই কন্যা সন্তানও  সামিল হয়েছিল মা ও ঠাকুমার সঙ্গে এই সফরে।

Amita Shahs family
  • 9/10

এদিকে নন্দীগ্রামে এদিন রোড শো করে  রেয়াপাড়া শিবমন্দিরে পুজোও দেন শাহ। 

Amita Shahs family
  • 10/10

বাংলায় ভোট চলছে। আর পশ্চিমবঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে আপ্রাণ পরিশ্রম করছেন অমিত শাহ। স্বামী  ও শ্বশুরের সাফল্য কামনাতেই কি সোনাল ও ঋতিকা এদিন কলকাতায় এসেছিলেন পুজো দিতে? সেই উত্তর কিন্তু অজানা থাকল। 

Advertisement