scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

West Bengal Election 2021 : নজরে স্পর্শকাতর এলাকা! হুগলিতে রুট মার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর

কেন্দ্রীয় বাহিনী
  • 1/5

ভোটের দিন ঘোষনার পরে হুগলি জেলার একাধিক এলাকায় টহল দিতে শুরু করল কেন্দ্রীয় বাহিনী।  জেলার কমিশনারেট ও গ্রামীন এলাকায় মোট ৯ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসেছে। বেশকিছুদিন আগে ৩ কোম্পানী এসে পৌছেছিল। এরপর রবিবারে আরো দুই কোম্পানি এসে পৌঁছায়। 

জেলা পুলিশকে সঙ্গে নিয়ে
  • 2/5

জেলা পুলিশকে সঙ্গে নিয়ে সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনী উত্তেজনাপ্রবন এলাকা সহ বিভিন্ন এলাকায় টহল দেওয়া শুরু করেছে। এদিন হুগলীর , উত্তরপাড়া ,  চন্দননগর , হিন্দমোটর , কোন্নগর,  ব্যান্ডেলে কেন্দ্রীয় বাহিনীর টহল দেওয়ার চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। 

ব্যান্ডেলের নলডাঙ্গা
  • 3/5

এদিন ব্যান্ডেলের নলডাঙ্গা, ব্যান্ডেল স্টেশন রোড, লোকোপাড়া প্রভৃতি এলাকায় কেন্দ্রীয় বাহিনী ব্যান্ডেল ফাঁড়ির আধিকারিক নেতৃত্বে টহল দেয়। এরপর এদিন ব্যান্ডেল লিচুবাগানে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের সাথে নাকা চেকিং-এ অংশগ্রহন করে কেন্দ্রীয় বাহিনী। 

Advertisement
রুট মার্চে অংশগ্রহণ করে।
  • 4/5

একইভাবে এদিন ভদ্রেশ্বরে অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর স্টেশন রোড, বি.এম রোড সহ জি.টি রোডেও টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। চাঁপদানী ফাঁড়ির এএসআই গুরুপদ দাসের নেতৃত্বে এদিন কেন্দ্রীয় বাহিনী রুট মার্চে অংশগ্রহণ করে।

উত্তরপাড়া থানা আইসি নেতৃত্বে
  • 5/5

উত্তরপাড়া থানা আইসি নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী কোন্নগর , হিন্দমোটর ,  উত্তরপাড়া বিভিন্ন এলাকায় টহল দেয়। জেলাপ্রশাসনসূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশমত এখন পর্যন্ত চন্দননগর কমিশনারেট এবং গ্রামীন এলাকায় মোট ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে।

Advertisement