ত্বহা সিদ্দিকির অভিযোগ, তোলাবাজির ঘটনায় আরামবাগ থেকে গ্রেফতার তৃণমূল নেতা

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি তৃণমূলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই কথা বলতে দেখা যায় ত্বহাকে। কিন্তু এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক নেতার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ তুললেন ফুরফুরা শরিফের এই পীরজাদা। যার ভিত্তিতে গ্রেফতার হলেন তৃণমূলের আরামবাগের কিষান ক্ষেতমজুর সেলের অঞ্চল সভাপতি বাবুল পণ্ডিত।

Advertisement
ত্বহা সিদ্দিকির অভিযোগ, তোলাবাজির ঘটনায়  আরামবাগ থেকে গ্রেফতার তৃণমূল নেতাঅভিযুক্ত তৃণমূল নেতা বাবলু পণ্ডিত
হাইলাইটস
  • পীরজাদা আব্বাস সিদ্দিকি তৃণমূলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত
  • এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুললেন ত্বহা
  • এনিয়ে হুগলি রুরালের পুলিশ সুপারকে ব্যবস্থা নিতে অনুরোধ ত্বহার

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি তৃণমূলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই কথা বলতে দেখা যায় ত্বহাকে। কিন্তু এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক নেতার বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ তুললেন ফুরফুরা শরিফের এই পীরজাদা। যার ভিত্তিতে গ্রেফতার হলেন  তৃণমূলের আরামবাগের কিষান ক্ষেতমজুর সেলের অঞ্চল সভাপতি বাবুল পণ্ডিত।

ভোট বাংলায় বঙ্কিম বন্দনায় মোদী থেকে নাড্ডা, হঠাৎ কেন গেরুয়া নজরে সাহিত্য সম্রাট?

হুগলির স্থানীয় এই তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি ও তোলাবাজির অভিযোগ তুলেছেন ত্বহা সিদ্দিকি। এনিয়ে হুগলি রুরালের পুলিশ সুপার আইপিএস অমনদীপের কাছে অনুরোধও করেন ত্বহা। বাবলু পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ আরাবমাবাগ হোটেল অ্যান্ড রিসর্টের মালিক জিয়াউর রহমানের থেকে নিয়মিত তোলা তুলতেন তিনি। আরামবাগ শহর থেকে দূরত্ব খুব বেশি নয়। মায়াপুর ২ নম্বর পঞ্চায়েতের জয়রামপুরে ধান ক্ষেতের মাঝে মনোরম পরিবেশে রিসর্ট চালান জিয়াউর রহমান নামে ওই ব্যক্তি। এলাকায় সমাজসেবী হিসেবে পরিচিত তিনি। স্থানীয় সূত্রে খবর, করোনার সময়ে আরামবাগ মহকুমা হাসপাতালে ১০০টি শয্যা দান করেছিলেন জিয়াউর। ওই ব্যবসায়ীর অভিযোগ, গত পরশু দিন তাঁর বাড়িতে চড়াও হয়ে টাকা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা সমরেশ পণ্ডিত ওরফে বাবলু। কেন? অভিযোগকারীর দাবি, বাবলুর চাষের জমিটি একেবারেই তাঁর রিসর্ট লাগোয়া। রিসর্টের নোংরা জলে চাষের ক্ষতির হয়েছে দাবি করে টাকা চান তিনি। এমনকী, টাকা না দিলে রিসর্ট বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এই ঘটনায়  তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রিসর্ট মালিক জিয়াউর রহমান। এনিয়ে পুলিশকে বাড়তি গুরুত্ব দিতে বলেন ত্বহা সিদ্দিকিও।

West Bengal Election 2021:মমতার ভাগ্যে কী রয়েছে? নির্ধারণ করবে এই ৩ বিষয়

এবারের বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে অন্যতম ইস্যু হিসাবে তোলাবাজিকে তুলেছে বিজেপি। বারবার 'তোলাবাজ ভাইপো' বলে আক্রমণ শানিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। এই আবহে দলের এক নেতা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়ায় যথেষ্ট বেকায়দায় তৃণমূল নেতৃত্ব। যদিও তোলাবাজির অভিযোগ মানতে রাজি নন বাবুল পণ্ডিত। তাঁর দাবি,  ' ওখানে আমার একটা জমি আছে। রিসর্টের নোংরা জলে পড়ে জমিটি নষ্ট হচ্ছে। চাষাবাদ করতে পারছি না। জিয়াউরের কাছে গিয়ে বলেছিলাম, হিসেব মতো চাষের জন্য ক্ষতিপূরণ দিতে হয়। তিনি বলেছিলেন, ক্ষতিপূরণ দেওয়া যাবে না। আমার সঙ্গে আর কোনও গন্ডগোল হয়নি। শুনলাম, তিনি নাকি বলেছেন, আমি তোলাবাজ! লোকজন নিয়ে গিয়েছিলাম। সিসিটিভি ফুটেজ দেখতে পারেন'। তাঁকে ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন তৃণমূলের আরামবাগের কিষান ক্ষেতমজুর সেলের অঞ্চল সভাপতি বাবুল পণ্ডিত।

Advertisement

 

POST A COMMENT
Advertisement