scorecardresearch
 

রুদ্রনীলের প্রচারে ফের হামলা! খিদিরপুরে BJP কর্মীদের ওপর ইটবৃষ্টির অভিযোগ

এর আগেও অবশ্য নিজের মিছিলে একাধিকবার হামলার অভিযোগ তুলেছেন রুদ্রনীল ঘোষ। চেতলায় ভোট প্রচারের সময় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় আক্রান্তও হন ভবানীপুরের বিজেপি প্রার্থী।

Advertisement
Rudranil Ghosh Rudranil Ghosh
হাইলাইটস
  • বিজেপির প্রচারে ফের হামলার অভিযোগ
  • খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের কাছে হামলা
  • জনসংযোগে বেরিয়ে ছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী

পঞ্চম দফার ভোটপর্ব শেষ। মাঝে ষষ্ঠ দফা। তারপরেই সপ্তম দফায় নির্বাচন দক্ষিণ কলকাতার ৪ বিধানসভা কেন্দ্রে। যার মধ্যে অন্যতম ভবানীপুর। একদা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর বিধানসভা কেন্দ্রে এবারও হাইভোল্টেজ লড়াই। তৃণমূলের পক্ষে যেখানে লড়ছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে বিজেপিয় হয়ে সম্মান রক্ষার লড়াইয়ে নেমেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। হাতে আর বেশি সময় নেই। তাই জোরকদমে প্রচার চালাচ্ছেন অভিনয় থেকে রাজনীতিতে আসা রুদ্র। আর এর মাঝেই ফের তাঁর প্রচারে উঠল হামলার অভিযোগ।

সোমবার খিদিরপুর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। অভিযোগ দুপুরে খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের কাছে বিজেপির মিছিলের ওপর ইট বৃষ্টি শুরু হয়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এমন কাণ্ড ঘটিয়েছে। ভবানীপুরের বিজেপি প্রার্থী দাবি করেন, পুলিশ দর্শকের ভূমিকায় ছিল। অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তৃণমূলের দুষ্কৃতীদের না ধরে বরং পুলিশ প্রচার বন্ধ রাখার পরামর্শ দেয়। এই হামলায় কয়েকজন দলীয় সমর্থক আহত হয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন মহিলারাও, অভিযোগ করছে গেরুয়া শিবির।

এর আগেও অবশ্য নিজের মিছিলে একাধিকবার হামলার অভিযোগ তুলেছেন রুদ্রনীল ঘোষ। চলতি মাসেই গোপাল নগর এলাকায় ৭৪ নম্বর ওয়ার্ডে প্রচারের সময়  তাঁদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ করেছিলেন রুদ্র। এমনকি প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি মহিলাদের গালিগালাজ করার অভিযোগও উঠে আসছে। এরপরই দলের কর্মীদের নিয়ে থানায় যান রুদ্রনীল ঘোষ। চেতলায় ভোট প্রচারের সময়ও তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় আক্রান্ত হন ভবানীপুরের বিজেপি প্রার্থী।

 

Advertisement