বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট মোটের ওপর শান্তিপূর্ণ ছিল বলেই দাবি করছে নির্বাচন কমিশন। যদিও গোটা দিন রাজ্য রাজনীতি উত্তপ্ত থেকেছে নন্দীগ্রাম নিয়ে। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শোনা যাচ্ছিল, গতকালের নির্বাচনের পর তৃণমূলনেত্রী রাজ্যের অন্য কোনও আসন থেকে ভোটে লড়তে পারেন। এই নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ বলেন, 'আমার মনে হয় না ওঁর তা করার সাহস হবে, কারণ প্রধানমন্ত্রী সেই পথ আটকে দিয়েছেন।'
বিজেপি রাজ্যসভাপতি দাবি করেন, তৃণমূলনেত্রী যে হারবেন তা স্পষ্ট বুঝতে পেরেছেন। সেই কারণেই গতকাল বুথে গিয়ে অশান্তি পাাকানোর চেষ্টা করেছিলেন। নির্বাচনে প্রার্থী হয়ে দু'ঘণ্টা বুথের ভেতরে বসে ছিলেন। এটা নিয়ম বিরুদ্ধ। নির্বাচনে হারবেন বুঝতে পেরে তৃণমূলনেত্রী ডোনাল্ড ট্রাম্পের মত আচরণ করছেন বলেও কটাক্ষ করেন দিলীপ।
তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও শুক্রবার কটাক্ষ করেছেন দিলীপ। শুভেন্দু ও তাঁর বাবা শিশির অধিকারীকে নিয়ে অভিষেকের মন্তব্য হতাশার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন অভিষেক। শুক্রবার সকালে প্রাতভ্রমণ এবং যোগব্যায়াম সেশনের মাঝেই একের পর এক মন্তব্য করতে দেখা যায় দিলীপকে।
বৃহস্পতিবার বয়ালের বুথে বসে রাজ্যপালকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ বলেন, 'তৃণমূলনেত্রী তাঁর ভাল সময়ে কাউকেই গুরুত্ব দেননি। তিনি এমনকি দিনের পর দিন রাজ্যপালকে আক্রমণ করে গেছেন।' 'দিদি কে বল' স্লোগান তুলেও রাজ্য়ে এবার কিছু করতে পারবে না তৃমমূল, এমন দাবিও করেন বিজেপি রাজ্য সভাপতি।