গত শুক্রবার রাতে রাজ্য বিজেপির তরফে জানান হয়েছিল দিল্লি বিস্ফোরণের জন্য দু'দিনের অমিত শাহের সফর স্থগিত হয়েছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছিল, রবিবারের কর্মসূচি বাতিল হচ্ছে না। কোনও কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভায়। তখন থেকে কানাঘুষো শুরু হয়েছিল একাধিক কেন্দ্রীয় নেতার নাম নিয়ে। প্রথমে শোনা গিয়েছিল রাজনাথ সিং-এর নাম। তবে বিজেপির চাণক্য শাহ কিন্তু শেষপর্যন্ত ভরাস রেখেছিলেন স্মৃতি ইরানির ওপর। তার কারণও ডুমুরজলার মঞ্চ থেকে বুঝিয়ে দিলেন 'কভি সাস ভি কভি বহু থি'র তুলসি। সভামঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট বাংলায় তৃণমূল সরকারকে একের পর একা নিশানা করে গেলেন মোদী মন্ত্রিসভার অন্যতম এই মন্ত্রী।
স্মৃতি ইরানির মা বাঙালি। তাই ছোটবেলা থেকেই বাঙলাটা ভালই জানেন তিনি। গত লোকসভা ভোটে প্রচারে এসে তার প্রমাণও দিয়েছেন বিজেপি নেত্রী। রবিবার ডুমুরজলার সভাতেও শুরু থেকে শেষ বাংলায় ভাষণ দিতে দেখা গেল গত লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে রাহুল গান্ধীর মত হেভিওয়েট নেতাকে হারিয়ে শোরগোল ফেলে দেওয়া স্মৃতি।
জয় শ্রীরাম ধ্বনি দিয়েই নিজের ভাষণ শুরু করেন স্মৃতি। বিজেপির রাজ্য নেতৃত্ব যেভাবে চাল চোরের সরকার বলে তৃণমূলকে আক্রমণ করে সেই সুরেই প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে থাকেন স্মৃতি ইরানি। করোনা পরিস্থিতি, লকডাউন, আমফান কিছুই বাদ দেননি তিনি। বুঝিয়ে দিয়েছেন মমতা সরকারের বিরুদ্ধে যথেষ্ট হোমওয়ার্ক করেই ময়দানে নেমেছেন তিনি। সুর চড়িয়েছেন, ‘লকডাউনে লুঠ করেছে তৃণমূল। লকডাউনে চাল-ডাল চুরি করেছে তৃণমূল। তৃণমূল সমর্থকরাই খাদ্যের কুপন পেয়েছে। গরিবরা যখন খাবার চেয়েছে, দিদির পুলিশ লাঠিচার্জ করেছে।'
কাটমানি নিয়েও তৃণমূল নেত্রীকে বিঁধেছেন স্মৃতি ইরানি। বলেছেন, ‘আপনার দলের একজন নেতার বিরুদ্ধেও পদক্ষেপ হয়নি। আপনার দলের নেতা অভিযোগ তুললেও কিছু করেননি।' মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বলা করোনা এক্সপ্রেস নিয়ে স্মৃতির আক্রমণ, 'ভিনরাজ্যে কাজ করতে যাওয়া মানুষরা কী ভাইরাস?’
জয় শ্রীরাম ধ্বনি নিয়েও মমতাকে ঠুকেছেন স্মৃতি ইরানি। বলেছেন, ' যে দল জয় শ্রীরাম ধ্বনির অপমান করে যারা, সেই দলে দেশভক্ত নেই।' মমতা জয় শ্রীরাম ধ্বনির অপমান করলেও বিজেপি এই বাংলায় রামরাজ্য গড়বে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর। বলেছেন, 'দিদি আপনি মহাপাপ করেছেন, বাংলার মানুষ ক্ষমা করবে না।' তাই স্মৃতি সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতই বলেছেন, 'চুপচাপ চুপচাপ, পদ্মে ছাপ'।