সিপিএম-এর মিছিলসামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। চলছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। প্রতিপক্ষের বিরুদ্ধে উঠছে অভিযোগ-পালটা অভিযোগ। এরই মাঝে বড় খবর। সরকারি স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ এবং পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর চার বছর অতিক্রান্ত হয়ে গেলেও নির্বাচন না করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করল সিপিআইএম। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে।
লালঝান্ডা হাতে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন দলের কর্মী-সমর্থকরা। মিছিল থেকে শাসক দলের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, জনস্বার্থের জন্য নির্ধারিত সরকারি স্বাস্থ্য কেন্দ্রের জমি বেআইনিভাবে দখল করে সেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক।
এছাড়াও, পুরসভার মেয়াদ শেষের পর চার বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত নির্বাচন না করায় গণতন্ত্রের উপর আঘাত নেমে এসেছে বলেই দাবি করেন সিপিআইএম নেতারা। তাঁদের বক্তব্য, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া প্রশাসন চালানো সংবিধান বিরোধী এবং এর ফলে সাধারণ মানুষ তাদের ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা রাখতে গিয়ে সিপিআইএম নেতৃত্ব অবিলম্বে সরকারি জমি পুনরুদ্ধার এবং দ্রুত পুর নির্বাচন ঘোষণার দাবি জানান। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় সিপিআইএম। যদিও এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।