Advertisement

West Bengal Election 2021 Phase 8: কলকাতায় মেরে বৃদ্ধার হাত ভাঙার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে!

Aajtak Bangla | কলকাতা | 29 Apr 2021, 4:53 PM IST

আজ পশ্চিমবঙ্গের অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ। মোট ৪ জেলার ৩৫ আসনে ভোটগ্রহণ। মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এবং কলকাতায় চলছে ভোটগ্রহণ। প্রতিটি দফার মতো এবারও ভোট কেন্দ্রগুলির বাইরে নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

ভোটভোট
2:53 PM(4 years ago)

বহরমপুরের ৮ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ

Posted by :- Aniruddha Chakraborty

বহরমপুরের ৮ নম্বর ওয়ার্ডের কান্তনগর এলাকায় বুথের পাশে ব্যাপক বোমাবাজি। বহরমপুরের ২৮, ২৮-এ, ২৯ এবং ২৯-এ বুথের পাশে বোমাবাজির অভিযোগ। এই ঘটনার পরই তৃণমূল কংগ্রেস প্রার্থী নাড়ু গোপাল মুখোপাধ্যায় রাস্তায় অবস্থানে বসেছেন। অভিযোগ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মিলে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ।

2:10 PM(4 years ago)

বিজেপি এজেন্টের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ

Posted by :- Arindam

বহরমপুর সেবা মিলনের বূথে বিজেপির এজেন্টকে ভোট দিতে বাধা তার ভোটার কার্ড ও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ এবং তাকে হুমকিও দেওয়া হয় অভিযোগ তৃণমূলের দিকে।

1:38 PM(4 years ago)

কেন্দ্রীয় বাহিনীর লাঠিতে মাথা ফাটল ভোটারের

Posted by :- Arindam

মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভার খিদিরপুর কলোনি ১৩৬ নম্বর বুথে ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে ফাটলো মাথা অভিজিৎ বিশ্বাসের।

1:30 PM(4 years ago)

ভোট দিতে গিয়ে ভোটার দেখলেন, তাঁর ভোট পড়ে গিয়েছে

Posted by :- Arindam

ভোট দিতে এসে দেখেন পড়ে গেছে তার ভোট। এমনই ঘটনা দেখা গেল ইংরেজবাজার শহরের ১৪৫ নম্বর বুথে। ইংরেজবাজার শহরের বিবি গ্রামের বাসিন্দা অমিত রঞ্জন বর্মণ। বৃহস্পতিবার দুপুরে তার ভোটকেন্দ্রে ভোট দিতে এসে ভোটের স্লিপ ভোটার কার্ড দেখে পোলিং এজেন্টরা বলে তার নাকি ভোট হয়ে গেছে তাদের ভোটার লিস্টে দাগ পড়ে গেছে। পোলিং এজেন্ট এবং প্রিসাইডিং অফিসার তাকে বলে যে তার ভোট হয়ে গেছে। এই নিয়েই হয়রানির শিকার হলো ওই ভোটার।

Advertisement
1:00 PM(4 years ago)

ভোটগ্রহণ কেন্দ্রে কোভিড পজিটিভ আশা-কর্মী

Posted by :- Arindam

ভোটগ্রহণ কেন্দ্রে নিয়োগ করা হয়েছে করোনা সংক্রামিত এক আশাকর্মীকে৷ ঘটনাটি ঘটেছে মালদা বিধানসভা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে৷ সাহাপুর জুনিয়ার বেসিক স্কুলে ওই কর্মী এখনও রয়েছেন৷ যদিও বিষয়টি জানাজানি না হওয়ায় ওই বুথের সামনে থাকা বিশাল লাইনে কোনও উত্তেজনা দেখা দেয়নি৷ ওই কর্মী বলেন, জ্বর ও কাশি থাকায় গত ২৪ তারিখ তিনি মৌলপুর গ্রামীণ হাসপাতালে নিজের লালা পরীক্ষা করান৷ ২৬ তারিখ তার রিপোর্ট পজিটিভ আসে৷ এরই মধ্যে তাঁর ভোটের ডিউটি এসেছিল৷ তিনি গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বিডিওকে জানান৷ কিন্তু তাঁরা কেউ তাঁর কথা শুনতে চাননি৷ উলটে বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি দেন৷ সেই হুমকি পেয়েও তিনি বাড়িতেই বসেছিলেন৷ কারণ, অসুস্থ শরীর টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না৷ তাঁর স্বামী জ্বরে আক্রান্ত৷ ১৪ বছরের ছেলেও কোভিড পজিটিভ৷ শেষ পর্যন্ত তাঁকে শোকজ চিঠি ধরানো হয়৷ তিনি গতকাল বিএমওএইচের সঙ্গে দেখা করে গোটা ঘটনা বলেন৷ পাশে দাঁড়ানো দূরের কথা, বিএমওএইচ তাঁকে এনিয়ে ব্যঙ্গ করতে থাকেন৷ তিনি বিডিওর কাছে গেলে তিনিও তাঁর কোনও কথা শুনতে চাননি৷ শেষ পর্যন্ত তিনি করোনা আক্রান্ত অবস্থাতেই ভোটের ডিউটি করতে এসেছেন৷

12:38 PM(4 years ago)

মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল

Posted by :- Arindam

মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে বীরভূমে ভোট দিলেন অনুব্রত মণ্ডল।

মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল
12:02 PM(4 years ago)

১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭.৮০ শতাংশ

Posted by :- Arindam

বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৭.৮০ শতাংশ। মালদায় ৪১.৫৮ শতাংশ, মুর্শিদাবাদের ৪১.০৪ শতাংশ, কলকাতা উত্তরে ২৭.৬০ শতাংশ ও বীরভূমে ৩৮.১১ শতাংশ।

11:53 AM(4 years ago)

নারকেলডাঙায় মেরে বৃদ্ধার হাত ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

Posted by :- Arindam

বিনা প্ররোচনায় বৃদ্ধাকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে l বাড়াবাড়ি করলে শীতলকুচির ঘটনার পুনরাবৃত্তি হবে বলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হুমকি দেয় বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের l স্থানীয় সূত্রের খবর, আজ ৮৯ নারকেলডাঙা মেইন রোডে সুভাষ বিদ্যাপীঠ স্কুলের ২৭৭ নম্বর বুথ থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন এলাকার বেশ কয়েকজন বয়স্ক নাগরিক। অভিযোগ, সেই সময় কেন্দ্র বাহিনী আচমকা এসে মারধর শুরু করে। বাহিনীর মারের চোটে তারা চক্রবর্তী নামে এক বছর ৬৫ এর বৃদ্ধার গুরুতর আহত হন। এছাড়াও আরো দুজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সাধন পান্ডে। ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি নির্বাচন কমিশনের এক আধিকারিকরা ফোন করেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে তিনি বলেন, অবিলম্বে তারা ব্যবস্থা না নিলে তিনি নিজেই বিষয়টি দেখবেন। এরপরেই ওই আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করান হয়। এই ঘটনার জেরে এলাকায় বেশ উত্তেজনা তৈরি হয়েছে।

11:46 AM(4 years ago)

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল এজেন্টদের বচসা কান্দিতে

Posted by :- Arindam

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ল তৃণমূল এজেন্ট। মুর্শিদাবাদ জেলার ৬৮ কান্দি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম সরকার ও কেন্দ্রিবাহিনির জওয়ানদের মধে বচসার সৃষ্টি হয়।জনগিয়েছে নির্বাচনী এজেন্ট পার্থপ্রতিম সরকার ইভিএম চেক করবার জন্য যাচ্ছিল তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পার্থপ্রতিম সরকার কে আটকায় যার ফলে এই বচসার সৃষ্টি।পড়ে কেন্দ্রীয় বাহিনীর উচপদস্থ অধিকেরিকেরা এসে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement
11:29 AM(4 years ago)

ইলামবাজারে বিজেপি কর্মীদের উপরে হামলা

Posted by :- Arindam

বোলপুর বিধানসভার ইলামবাজারে বাড়ুইপুরে ১১৫ নং বুথের শতাধিক তৃণমূলের গুণ্ডাবাহিনীরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে হামলা করে বলে বিজেপির অভিযোগ । বিজেপির কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন।

11:19 AM(4 years ago)

ভোটারদের হুমকি মানিকচকে

Posted by :- Arindam

মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বীনপাড়াতে বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে মারধর মহিলাদের শ্রীলতাহানি অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিতে গেলে খুন করে দেওয়া হবে এমন হুমকি দেওয়া হয়েছে। আতঙ্কে গ্রামবাসীরা ভোট দিতে যেতে পারছেন না। নিজেদেরকে গৃহবন্দি করে রেখেছে। ‌ এরা বেশিরভাগই বিজেপি সমর্থক বলে দাবি করে তারা।

10:39 AM(4 years ago)

ময়ুরেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থীর ভাই

Posted by :- Arindam

বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী শ্যামাপদ মন্ডলের ভাই বিশ্বজিৎ মন্ডল আক্রান্ত। কাল কমিশনে অভিযোগ করবেন বলে জানান! তার অভিযোগ ময়ূরেশ্বরের একাধিক বুথে তৃণমূল হামলা করে চলেছে।

10:16 AM(4 years ago)

বিজেপি প্রার্থীকে মারধর-গাড়ি ভাঙচুরের অভিযোগ

Posted by :- Arindam

নানুরের সাওতা গ্রামে বিজেপি প্রার্থীর তারক সাহার গাড়ি ভাঙচুর এবং বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

10:08 AM(4 years ago)

মসিমপুরে বুথে ভুয়ো এজেন্টের অভিযোগ

Posted by :- Arindam

মালদার মসিমপুর ১৪২ নম্বর বুথে ভুয়ো এজেন্ট দেওয়ার অভিযোগ সুজাপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীর। কংগ্রেসের নাম করে তৃণমূলের এজেন্ট বসানোর অভিযোগ।

Advertisement
10:01 AM(4 years ago)

বিধান সরণিতে বোমাবাজি

Posted by :- Arindam

বিধান সরণীতে বোমাবাজি। মহাজাতি সদনের পর এবার বিধান সরণীতে বোমাবাজি। বুথের ২০০ মিটারের মধ্যে এই ঘটনা। এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বোমা।

9:54 AM(4 years ago)

ভরতপুরে ছুরি বিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Posted by :- Arindam

ভরতপুরে তৃণমূল কর্মীর ছুরির আঘাতে জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গুন্দুরিয়া পঞ্চায়েতের গুনানন্দবিটি গ্রামে। জখম তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম স্বপন সেখ। বুধবার রাতে ভোটের বুথ খরচের টাকা নিয়ে বচসার জেরে এক তৃনমূল কর্মী ছুরি দিয়ে পিঠে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

9:43 AM(4 years ago)

৯টা পর্যন্ত ভোট পড়ল ১৬.০৪ শতাংশ

Posted by :- Arindam

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৬.০৪ শতাংশ। মালদায় ভোট পড়েছে ১৮.৯৪ শতাংশ, মুর্শিদাবাদে ১৮.৮৯ শতাংশ, কলকাতা উত্তরে ১২.৮৯ শতাংশ ও বীরভূমে ১৩.৫০ শতাংশ ভোট পড়েছে সকাল ৯টা পর্যন্ত।
 

9:36 AM(4 years ago)

ডোমকলে আলিনগরে উত্তেজনা

Posted by :- Arindam

ডোমকল বিধানসভার আলিনগর ২০১ নম্বর বুথ চত্বরে উত্তেজনা বাড়ি ও দোকান ঘর ভাঙচুর অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধেও। জানা যায়, তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ হলে ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় তারপর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। 

9:17 AM(4 years ago)

শীতলকুচিতে আজও অশান্তি

Posted by :- Arindam

বিজেপি প্রার্থী বরেন চন্দ্র বর্মনের গাড়িতে দলের পতাকা লাগিয়ে  শীতলখুচির  ৫/১২৬ বুথে ভোটগ্রহণ কেন্দ্রের কাছাকাছি আসেন। এর জেড়ে  পুলিশকে হুমকি দেন  তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়। নির্বাচন কমিশনের দালালি করা হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী৷ শীতলখুচি থানার পুলিশকে ব্যাপক হুমকি দেন প্রার্থী৷ মেজাজ হারান তৃণমূল প্রার্থী। এরপর পুলিশের দিকে আঙ্গুল উঁচিয়ে তেড়ে যান পার্থপ্রতিম বাবু৷ পার্থবাবুর অভিযোগ, নির্বাচন কমিশন অন্ধ। পুলিশ ও কমিশনের সামনে বিজেপি পতাকা গাড়িতে লাগিয়ে ঘুরছে ওদের প্রার্থী। ওরা নিয়ম মানছে না। যদিও বিজেপি প্রার্থী বরেন চন্দ্র বর্মন বলেন এলাকায় অশান্তি করতে এসব করছে তৃণমূল প্রার্থী।

Advertisement
8:44 AM(4 years ago)

নানুরের বন্দর গ্রামে শুরু হল ভোটগ্রহণ

Posted by :- Arindam

নানুরের সন্ত্রস্ত এলাকা বন্দর গ্রামে অবশেষে ভোট গ্রহণ শুরু।ভোটারদের বাধাদানের অভিযোগ ছিল দু পক্ষেরই ।হাতাহাতি চরম আকার নেয় । শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Load More
Advertisement