Advertisement

Bengal Election 2021 Dates: বাংলায় ৮ দফা, ২৭ মার্চ থেকে শুরু ভোটগ্রহণ, ২ মে ফলপ্রকাশ

Aajtak Bangla | কলকাতা | 26 Feb 2021, 5:46 PM IST

পশ্চিমবঙ্গে ২৭ মার্চ শুরু হবে ভোটগ্রহণ। ভোটের ফল প্রকাশ হবে ২ মে। নির্বাচন কমিশন জানাল, বাংলায় ৮ দফায় ভোট হবে।

নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়
5:44 PM(4 years ago)

এক নজরে দেখে নিন, বাংলায় কত তারিখে, কত দফায় ভোট

Posted by :- Arindam
এক ক্লিকে দেখে নিন কবে, কোথায় ভোট
বাংলায় কত তারিখে, কত দফায় ভোট
5:35 PM(4 years ago)

কবে কত দফায় ভোট বঙ্গে

Posted by :- Arindam

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট গ্রহণ হবে ২৭ মার্চ।  দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১ এপ্রিল। তৃতীয় দফার ভোট গ্রহণ হবে ৬ এপ্রিল, চতুর্থ দফা ১০ এপ্রিল, পঞ্চম দফার ভোট ১৭ এপ্রিল, ষষ্ঠ দফার ভোটগ্রহণ ২২ এপ্রিল, সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল ও অষ্টম দফার ভোটগ্রহণ হবে ২৭ এপ্রিল। ভোটের ফল প্রকাশ ২ মে। 

5:29 PM(4 years ago)

ষষ্ঠ দফার ভোটগ্রহণ

Posted by :- Arindam

পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোট হবে ৪৩টি কেন্দ্রে। ভোটগ্রহণ হবে ২২ এপ্রিল। এই দফায় ভোটগ্রহণ হবে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানের কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ।

5:26 PM(4 years ago)

বাংলায় ৮ দফায় ভোট

Posted by :- Arindam

পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিমমেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে প্রথম দফায় ভোট হবে ২৭ মার্চ । ৩০টি আসনে দ্বিতীয় দফায় ভোট হবে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার পার্ট ওয়ান।  তৃতীয় দফায় ৩১টি আসনে ভোট। তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল।  

Advertisement
5:22 PM(4 years ago)

পুদুচেরিতে ভোটের তারিখ

Posted by :- Arindam

পুদুচেরিতে ৩০টি আসনে ভোট হবে। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। ২ মে ভোটের রেজাল্ট বেরোবে

5:21 PM(4 years ago)

তামিলনাড়ুতে ভোটের তারিখ

Posted by :- Arindam

এক দফায় ভোট হবে তামিলনাড়ুতে। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। বাংলা সহ সব রাজ্যে ভোট গণনা হবে ২ মে। 

5:19 PM(4 years ago)

কেরলে ভোটের তারিখ

Posted by :- Arindam

এক দফার ভোট হবে কেরলে। ৬ এপ্রিল ভোট হবে কেরলে। স্ক্রুটিনি ২৮ মার্চ হবে। এক দফার ভোট হবে কেরলে। মল্লপুরম কেন্দ্রে ৬ এপ্রিলই উপনির্বাচন হবে।

5:18 PM(4 years ago)

অসমে ভোটের তারিখ

Posted by :- Arindam

 অসমে তিন দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২৭ মার্চ। দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল, অসমে তৃতীয় দফার ভোট হবে ৬ এপ্রিল। ২ মে হবে ভোটগণনা। 

 

 

 

5:10 PM(4 years ago)

রোড শোয়ে সর্বোচ্চ ৫টি গাড়িকে অনুমতি

Posted by :- Arindam

করোনা রুখতে এবারে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কোনও দল রোড শোয়ে ৫টির বেশি গাড়ি ব্যবহার করতে পারবে না। মনোনয়নের সময় প্রার্থীর সঙ্গে ২ জন থাকতে পারবেন। সব প্রার্থীকে সম্পত্তির তালিকা দিতে হবে। কোনও ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, তা জানাতে হবে কমিশনকে। না হলে প্রার্থী হতে পারবেন না সংশ্লিষ্ট ব্যক্তি। ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বিঞ্জাপন দিয়ে জানাতে হবে। 

Advertisement
5:01 PM(4 years ago)

পশ্চিমবঙ্গে কমিশনের পর্যবেক্ষক অজয় নায়েক

Posted by :- Arindam

পশ্চিমবঙ্গে আইএএস অজয় নায়েক মুখ্য নির্বাচন পর্যবেক্ষক। অজয় নায়েক বিহার ভোটেরও দায়িত্বে ছিলেন। অনলাইনে মনোনয়ন দিতে পারবেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে সর্বোচ্চ ৫ জন। ভোটদানের সময় বাড়ানো হল ১ ঘণ্টা। প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে। সব ভোটকর্মীদের টিকাকরণ হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনে বিশেষ পুলিশ অবজার্ভারও থাকবে।

4:56 PM(4 years ago)

বিহার ভোটে চ্যালেঞ্জ নিয়েছে কমিশন

Posted by :- Arindam

কোভিড পরিস্থিতি সত্ত্বেও চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশনার। অতিমারি পরিস্থিতিতেও রাজ্যসভার ১৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। তারপর বিহারে বিধানসভার ভোট ছিল বড় পরীক্ষা। ৫৯.৬৯% মহিলা ভোটাধিকার প্রয়োগ করেছেন বিহারে। বললেন সুনীল অরোরা।

4:54 PM(4 years ago)

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কড়া কমিশন

Posted by :- Arindam

স্পর্শকাতর সব বুথ চিহ্নিত করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে। বাকি রাজ্যগুলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়ে গিয়েছে। আরও বাহিনী মোতায়েন হবে।  করোনা রুখতে তত্‍পর কমিশন। ভিড় এড়াতে প্রতিটি বুথে একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার একই সময়ে ভোট দেবেন। 

4:51 PM(4 years ago)

ভোটে করোনা রুখতে তত্‍পর কমিশন

Posted by :- Arindam

অসমে ১২৬ আসনে ভোট, পুদুচেরিতে ৩০টি আসন, তামিলনাড়ুতে ২৩৪টি আসনে ভোট হবে। করোনা টিকাকরণ দ্রুত গতিতে চলছে। মানুষের আত্মবিশ্বাস বেড়েছে। ৫ রাজ্য মিলিয়ে মোট ৮২৪টি আসনে ভোট হবে। বাংলায় বুথ সংখ্যা ৩১.৬৫ শতাংশ বেড়েছে। কোনও ভোটার বা ভোটকর্মীর কোভিড ১৯ সন্দেহ হলে, তাঁকে আইসোলেশন করে চিকিত্‍সার ব্যবস্থা করা হবে। বললেন নির্বাচন কমিশনার সুনীল অরোরা। 

4:47 PM(4 years ago)

নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক লাইভ দেখুন

Posted by :- Arindam

Advertisement
4:46 PM(4 years ago)

বাংলায় বেড়েছে পোলিং স্টেশন

Posted by :- Arindam

করোনার আবহে বিহার ভোট  চ্যালেঞ্জ ছিল। বিহারে সাফল্যের সঙ্গে শান্তিপূর্ণ ভাবে ভোট পরিচালনা করেছে। সব পোলিং স্টেশন গ্রাউন্ড ফ্লোরে হবে, তা আমরা নিশ্চিত করেছি। কাউকে যাতে সিঁড়ি ভেঙে উঠতে না হয়। পশ্চিমবঙ্গে এবারে পোলিং স্টেশন ১৯১৬টি। গতবারের চেয়ে ৩১.৬৫ শতাংশ বেড়েছে। বললেন নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

4:40 PM(4 years ago)

করোনাকালে তত্‍পর কমিশন

Posted by :- Arindam

করোনা আবহে ভোটারদের স্বাস্থ্যের দিকেও নজর রাখবে কমিশন। মসৃণ ভাবে নির্বাচন প্রক্রিয়ার জন্য সব রকমের ব্যবস্থা করছে কমিশন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করা হয়েছে। বললেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

4:38 PM(4 years ago)

শান্তিপূর্ণ ভোট করতে সচেষ্ট কমিশন

Posted by :- Arindam

এ বারে শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়া করতে কেন্দ্রীয় বাহিনীর উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে চলেছে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জেলায় তারা রুটমার্চ করছে। সাধারণ মানুষকে ভোট দিতে উত্‍সাহ দিচ্ছে। 

4:32 PM(4 years ago)

নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন দেখুন লাইভ

Posted by :- Arindam
4:29 PM(4 years ago)

শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক

Posted by :- Arindam

পশ্চিমবঙ্গে ভোট নিয়ে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক।

Advertisement
4:25 PM(4 years ago)

নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন শুরু হচ্ছে

Posted by :- Arindam

দিল্লির বিজ্ঞান ভবনে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ, কেরল, অসম-সহ ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণার নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন। 

Load More
Advertisement